Kadis Na Re Tui Lyrics Raj Barman

Kadis Na Re Tui Lyrics Raj Barman

Song: Kadis Na Re Tui
Singer: Raj Barman
Music & Lyrics: Dolaan Mainnak
Valentine's Day Bengali Song

Kadis Na Re Tui song is sung by Raj Barman. Music composed by Dolaan Mainnak. Kadis Na Re Tui Lyrics. Kadis Na Re Tui Song Lyrics. Kadis Na Re Tui Song Lyrics By Raj Barman.

কাঁদিস না রে তুই গানটি গেয়েছেন রাজ বর্মন। গানটির সুর তৈরী করেছেন দোলন মৈনাক। কাঁদিস না রে তুই গানের কথা।

Kadis Na Re Tui Lyrics in Bengali:


তোর ফুরিয়ে যাওয়া ভালবাসা,
আজ খুঁজি রোজ ।
আমি জানি রে তুই আছিস সুখে,
আর নিবি না খোঁজ ।

তবু আমার চোখের জল,
কেন মানছে না রে বাঁধ ।
এই বুকের জ্বালা বলছে,
তুইও আমার মতো কাঁদ ।

মন রে, মন রে
কাঁদিস না রে তুই
মন রে, মন রে
কাঁদিস না রে তুই

যে বুকে ছিল শুধু তোরই নাম,
সে বুকে জ্বলছে আগুন আজ ।
কোন সুখে ছেড়ে গেলি আমাকে,
কি দিলি ভালোবাসার দাম ।

তবু আমার চোখের জল,
কেন মানছে না রে বাঁধ ।
এই বুকের জ্বালা বলছে,
তুইও আমার মতো কাঁদ ।

মন রে, মন রে
কাঁদিস না রে তুই
মন রে, মন রে
কাঁদিস না রে তুই

ঘুম ভেঙে, খুলে দেখি দুচোখে
কিছুতেই আঁধার কাটে না ।
তোকে নিয়ে স্বপ্ন দেখি আজও রে,
ভাবি যেন ঘুমই ভাঙে না ।

তবু আমার চোখের জল,
কেন মানছে না রে বাঁধ ।
এই বুকের জ্বালা বলছে,
তুইও আমার মতো কাঁদ ।

মন রে, মন রে
কাঁদিস না রে তুই
মন রে, মন রে
কাঁদিস না রে তুই।

কাঁদিস না রে তুই লিরিক্স:


Tor phuriye jaowa bhalobasa
Aaj khunji roj.
Ami jani re tui achhis sukhe,
Arr nibi na khonj.

Tobu amar chokher jol,
Keno manchhe na re bandh.
Ei buker jwala bolchhe,
Tui o amar moto kand.

Mon re, mon re
Kadis na re tui.
326404665953066090

TRENDING NOW

326404665953066090