Joray Joray Lyrics

Joray Joray Lyrics Raj Barman

Song: Joray Joray
Singers: Raj Barman & Oishorjo
Lyrics: Snahashish Ghosh
Music: MMP Rony
Cast: Syed Zaman Shawon & Ariana Zaman
Label: CMV

Joray Joray song is sung by Raj Barman & MMP Rony. Music composed by MMP Rony. Lyrics written by Snahashish Ghosh.

Joray Joray Lyrics in Bengali:


তুই যদি হোস চাঁদ,
আমি যে আকাশ ।
আমার কোলেয় তুই,
খুব ভালো মানাস ।

দূরে থাকিস যখন তুই,
হয়ে যায় সব আঁধার ।
পাশাপাশি আমি তুই,
আলোকিত সব আবার ।

তোর পাশে আমায়,
কী দারুণ মানায় ।
থাকবো আজীবন
ঠিক জোড়ায় জোড়ায় ।

শত মুখের ভিড়ে যে মুখ
দেখা দিলে মনে পাই সুখ ।
শত মুখের ভিড়ে যে মুখ
দেখা দিলে মনে পাই সুখ ।

তুই তো আমার সেই প্রিয়জন
পৃথিবীতে যে খুবই আপন ।

তোর পাশে আমায়,
কী দারুণ মানায় ।
থাকবো আজীবন
ঠিক জোড়ায় জোড়ায় ।

এসেছি এই পৃথিবীতে,
তোকে আপন করে নিতে ।
এসেছি এই পৃথিবীতে,
তোকে আপন করে নিতে ।

তোর আর আমার, হঠাৎই দেখা
ওপর থেকে যেন সবই লেখা ।

তোর পাশে আমায়,
কী দারুণ মানায় ।
থাকবো আজীবন
ঠিক জোড়ায় জোড়ায় ।

জোড়ায় জোড়ায় লিরিক্স রাজ বর্মন:


Tui jodi hos chand
Ami je akash.
Amar kolei tui
Khub bhalo manas.

Durey thakis jokhon tui
Hoye jai sob andhar.
Pashapashi ami tui
Aalokito sob abar.

Tor pashe amay
Ki darun manay.
Thakbo ajibon
Thik Joray Joray.
326404665953066090

TRENDING NOW

326404665953066090