Eksho Bochor Dhorey Lyrics Arijit Singh East Bengal
- Song: Eksho Bochor Dhorey
- Singer: Arijit Singh
- Music: Arindom
- Lyrics: Raja Chanda, Prosen
Eksho Bochor Dhorey song is sung by Arijit Singh. This song is for the East Bengal Football Club. Music composed by Arindom. Lyrics penned by Raja Chanda & Prosen. Arijit Singh East Bengal song lyrics. Eksho bochor dhore lyrics.
Eksho Bochor Dhorey Lyrics in Bengali East Bengal Theme Song:
ইতিহাস সাক্ষী হল
পায়ে পায়ে স্বপ্ন এলো
কাঁটাতার টপকালো ফুটবল ।
রক্তে ছিল যে লাল
জ্বললো হলুদ মশাল
ফেলে আসা স্মৃতিটা সম্বল ।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না ।
সাপোর্টারের সাহস বুকে,
উধাও হল ভয় ।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না ।
সবুজ ঘাসে লড়াই করে,
ছিনিয়ে নেবো জয় ।
একশো বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল ।
আমরাই দামাল ঘোড়া
দুচোখে বারুদ ভরা
বলে বলে সবাই দেব গোল ।
গ্যালারির হৃদয় জুড়ে
ভালবাসা দিচ্ছি ছুঁড়ে
বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল ।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না ।
দর্শকের ঐ গর্জনে মাঠ উথালপাথাল ।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না ।
এক কিকে তে গোলপোস্টের যাচ্ছে ছিঁড়ে জাল ।
একশ বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল ।
একশো বছর ধরে লিরিক্স ইস্টবেঙ্গল থিম সং:
Jersey manei amar maa
Arr toh kichhui janina.
Sobuj ghase lorai kore,
Chhiniye nebo joy.
Eksho Bochor Dhorey
Math kanpachchhe je dol
Laal holuder jhorer naam East Bengal.