E Tumi Kemon Tumi Lyrics
Song: E Tumi Kemon TumiMovie: Jaatishwar
Singer: Rupankar Bagchi
Music & Lyrics: Kabir Suman
Cast: Prosenjit Chatterjee, Swastika Mukherjee, Jisshu Sengupta
E Tumi Kemon Tumi song is sung by Rupankar Bagchi. Music composed by Kabir Suman. This song is from the movie "Jaatishwar". E Tumi Kemon Tumi Song Lyrics.
এ তুমি কেমন তুমি গানটা হল জাতিস্মর সিনেমার গান। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। গানটির সুরকার ও কথাকার হলেন কবির সুমন। এ তুমি কেমন তুমি লিরিক্স।
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
জন্মের আগেও জন্ম,
পরেও জন্ম, তুমি এমন ।
সুরেরও গভীর সুরে,
পদাবলীর ধরণ যেমন ।
কথা নয়, নীরবতায়
সজলতার আঁকর ভরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এসেছি আগেও আমি,
যখন তুমি পদ্মাবতী ।
কবেকার পুঁথির শ্লোক,
তোমার মতোই অশ্রুমতী ।
অশ্রুর একটি ফোঁটায়
জন্ম আমার, আমার মরণ ।
নীরবে জাতিস্মরের গল্প বলা
তোমার ধরণ ।
ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি,
আবার ঝরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
E Tumi Kemon Tumi
Chokher taray aayna dhoro.
E kemon kanna tumi,
Amay jokhon aador koro.
Jonmer agayo jonmo
Poreo jonmo, tumi emon.
Soorer o gobhir soore,
Podabolir dhoron jemon.
Kotha noy, nirobotay
Sojolotar ankor bhoro.
E kemon kanna tumi,
Amay jokhon aador koro.
E Tumi Kemon Tumi Lyrics in Bengali:
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
জন্মের আগেও জন্ম,
পরেও জন্ম, তুমি এমন ।
সুরেরও গভীর সুরে,
পদাবলীর ধরণ যেমন ।
কথা নয়, নীরবতায়
সজলতার আঁকর ভরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এসেছি আগেও আমি,
যখন তুমি পদ্মাবতী ।
কবেকার পুঁথির শ্লোক,
তোমার মতোই অশ্রুমতী ।
অশ্রুর একটি ফোঁটায়
জন্ম আমার, আমার মরণ ।
নীরবে জাতিস্মরের গল্প বলা
তোমার ধরণ ।
ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি,
আবার ঝরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এ তুমি কেমন তুমি,
চোখের তারায় আয়না ধরো ।
এ কেমন কান্না তুমি,
আমায় যখন আদর করো ।
এ তুমি কেমন তুমি লিরিক্স জাতিস্মর:
E Tumi Kemon Tumi
Chokher taray aayna dhoro.
E kemon kanna tumi,
Amay jokhon aador koro.
Jonmer agayo jonmo
Poreo jonmo, tumi emon.
Soorer o gobhir soore,
Podabolir dhoron jemon.
Kotha noy, nirobotay
Sojolotar ankor bhoro.
E kemon kanna tumi,
Amay jokhon aador koro.