Acho Naki Besh Lyrics
Song: Acho Naki BeshSinger: Zahed Tanveer
Music: Sahriar Rafat
Lyrics: Mehedi Hasan Limon
Label: CMV
Acho Naki Besh song is sung by Zahed Tanveer. Music composed by Sahriar Rafat. Lyrics written by Mehedi Hasan Limon.
Acho Naki Besh Lyrics in Bengali:
তুমি ভুলতে ভুলতে আমায়,
মনে করো শুধু একবার ।
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার ।
আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।
থাকো তুমি নিজের মতো,
বুকে পুষে কষ্ট রাখি ।
ফুরিয়ে গেছি প্রায় আমি,
নিঃস্ব হতে আর কী বাকি?
আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।
আছো নাকি অনেক বেশ,
ভুল করে তোমায় ডাকি ।
যত প্রেম দিয়েছো আমায়,
তার বেশি ছিল ফাঁকি ।
আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না ।
আমি জোড় করে তোমায়
কাছে ডাকবো না ।
তুমি ভুলতে ভুলতে আমায়,
মনে করো শুধু একবার ।
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার ।
আছো নাকি বেশ লিরিক্স:
Tumi bhulte bhulte amay
Mone koro shudhu ekbar.
Ami hastey hastey tomar
Kachhe phire jabo abar.
Ami bhul koreo tomay
Bhalobasbo na.
Ami jor kore tomay
Kachhe dakbo na.