Abar Jokhon Lyrics Minar

Abar Jokhon Lyrics Minar

Song: Abar Jokhon
Singer: Minar
Lyrics: Minar
Music: Tahsan Khan
Cast: Shajal Noor & Mehazabien
Label: Agniveena

Abar Jokhon song is sung by Minar Rahman. Music composed by Tahsan Khan. Lyrics penned by Minar.

Abar Jokhon Lyrics in Bengali by Minar:


আবার যখন আকাশ হয়ে,
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো;
তখন তুমি ফিরিয়ে দিও না ।

আবার যখন অন্তরালে,
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো;
তখন তুমি অভিমান করো না ।

আবার যখন জোছনা রাতে,
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা;
তখন তুমি প্রশ্ন করো না ।

আবার যখন পথহারা পথে,
অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি;
তখন তুমি পিছু ডাক দিও না ।

যখন নিঝুম রাতের তারা,
এক ফালি চাঁদ জোছনা ভরা ।
জোনাকির আলোয় হাত বাড়িয়ে,
আমায় ডাকে না না না না না ।

যখন মোহের অন্তরালে,
রঙিন কোনো স্বপ্ন জালে
আমার ছোটো নাওয়ের মাঝি,
ফিরতে পারে না না না না না ।

তখনও, তখনও তোমায় ভালোবাসি
তখনও, তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি ।

আবার যখন লিরিক্স মিনার রহমান:


Abar Jokhon akash hoye
Brishtir jole aatke pore
Tomay dekhbo,
Tokhon tumi thiriye dio na.

Abar jokhon ontorale
Ekla hoye ondhokare
Tomay bhabbo,
Tokhon tumi obhiman koro na.
326404665953066090

TRENDING NOW

326404665953066090