Abar Jokhon Lyrics Minar

Abar Jokhon Lyrics Minar

Song: Abar Jokhon
Singer: Minar
Lyrics: Minar
Music: Tahsan Khan
Cast: Shajal Noor & Mehazabien
Label: Agniveena

Abar Jokhon song is sung by Minar Rahman. Music composed by Tahsan Khan. Lyrics penned by Minar.

Abar Jokhon Lyrics in Bengali by Minar:


আবার যখন আকাশ হয়ে,
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো;
তখন তুমি ফিরিয়ে দিও না ।

আবার যখন অন্তরালে,
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো;
তখন তুমি অভিমান করো না ।

আবার যখন জোছনা রাতে,
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা;
তখন তুমি প্রশ্ন করো না ।

আবার যখন পথহারা পথে,
অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি;
তখন তুমি পিছু ডাক দিও না ।

যখন নিঝুম রাতের তারা,
এক ফালি চাঁদ জোছনা ভরা ।
জোনাকির আলোয় হাত বাড়িয়ে,
আমায় ডাকে না না না না না ।

যখন মোহের অন্তরালে,
রঙিন কোনো স্বপ্ন জালে
আমার ছোটো নাওয়ের মাঝি,
ফিরতে পারে না না না না না ।

তখনও, তখনও তোমায় ভালোবাসি
তখনও, তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি ।

আবার যখন লিরিক্স মিনার রহমান:


Abar Jokhon akash hoye
Brishtir jole aatke pore
Tomay dekhbo,
Tokhon tumi thiriye dio na.

Abar jokhon ontorale
Ekla hoye ondhokare
Tomay bhabbo,
Tokhon tumi obhiman koro na.
326404665953066090
326404665953066090