Tumi Purnimari Alo Lyrics Samz Vai
Song: Tumi Purnimari AloSinger: Samz Vai
Music: Tanzil Hasan
Lyrics: Samz Vai
Starring: Afjal Sujon & Ishana Adrija
Tumi Purnimari Alo song is sung by Samz Vai. He also wrote the Lyrics. Music is composed by Tanzil.
Tumi Purnimari Alo Lyrics Samz Vai:
তুমি পূর্ণিমারই আলো,
আমার সোনার ময়না পাখি ।
চোখ খানি মোর বন্ধ করলে,
তোমায় শুধু দেখি ।
আমার ভাল্লাগেনা কিছুতেই,
তোমাকে ছাড়া ।
প্রতিটি সময় যেন,
লাগে দিশেহারা ।
কেন তুমি বোঝোনা,
আমার মনের ব্যথা ।
পাবো তোমায় খুঁজে,
আমি কোথা ।
সেই তুমি কেন এত অচেনা ।
আমাকে তুমি বুঝেও বুঝলেনা ।
তুমি পূর্ণিমারই আলো,
আমার সোনার ময়না পাখি ।
চোখ খানি মোর বন্ধ করলে,
তোমায় শুধু দেখি ।
আমার ভাল্লাগেনা কিছুতেই,
তোমাকে ছাড়া ।
প্রতিটি সময় যেন,
লাগে দিশেহারা ।
হৃদয়টার মাঝারে,
রাখিলাম আদরে,
কত যতনে পুষিয়া ।
এভাবে আমাকে,
অবহেলা করে,
কেন গেলে চলিয়া ।
কে বোঝে আমাকে,
তুমি বিহনে ।
ভুলে গেছো কি সব স্মৃতি?!
বুঝিনা কেন যে,
রোজ রাতে স্বপনে,
শুধু করো ডাকাডাকি ।
তুমি পূর্ণিমারই আলো,
আমার সোনার ময়না পাখি ।
চোখ খানি মোর বন্ধ করলে,
তোমায় শুধু দেখি ।
আমার ভাল্লাগেনা কিছুতেই,
তোমাকে ছাড়া ।
প্রতিটি সময় যেন,
লাগে দিশেহারা ।
তুমি পূর্ণিমারই আলো লিরিক্স:
Tumi Purnimari Alo,
Amar sonar moyna pakhi.
Chokh khani more bondho korle,
Tomay shudhu dekhi.
Amar bhallage na kichutei,
Tomake chara.
Proti ti somoy jeno,
Lagey dishe hara.
Keno tumi bojhona,
Amar moner byatha.
Pabo tomay khunje,
Ami kotha.
Sei tumi keno eto ochena.
Amake tumi bujheo bujhle na.