Prem Kore Mon Dila Na Lyrics
Song: Prem Kore Mon Dila NaSinger: Baul Sukumar
Music: Neru
Lyrics: Yeasin Hossain Neru & Javed
Cast: Afjal Sujon & Rabina Rafin
Label: Eagle Music
Prem Kore Mon Dila Na song is sung by Baul Sukumar. Music is composed by Neru.
Prem Kore Mon Dila Na Lyrics in Bengali:
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
পুকুর ধারে হাঁটতে গেলে,
তোমার কথা মনে পড়ে ।
রোজ বিকালে তোমার দেখা,
আর তো মেলে না রে ।
রোজ বিকালে তোমার দেখা,
আর তো মেলে না ।
দিন ফুরালে সন্ধ্যা নামে,
তোমার কথা মনে পড়ে ।
প্রেমে পাওয়া এত জ্বালা,
সইতে পারি না রে ।
প্রেমে পাওয়া এত জ্বালা,
সইতে পারি না রে ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে,
ব্যথার নদী বইয়া চলে ।
চোখের জলে বালিশ ভেজে,
ঘুমতো আসে না রে ।
চোখের জলে বালিশ ভেজে,
ঘুমতো আসে না ।
চোখ বুজিলে তুমি আসো,
মিছামিছি ভালোবাসো ।
চোখ মিলিয়া কাঁদতে থাকি,
ভালো লাগে না রে ।
চোখ মিলিয়া কাঁদতে থাকি,
ভালো লাগে না ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে তুমি কাঁদবা না ।
প্রেম করে মন দিলা না লিরিক্স:
Prem kore mon dila na.
Ami morle ektu kandba na.
Prem kore mon dila na.
Ami morle ektu kandba na.
Bondhu, mon bhangia choila gele
Sukh mele na, mele na.
Prem koria chhaira gele,
Sukh mele na, mele na.
Prem kore mon dila na.
Ami morle ektu kandba na.
Prem kore mon dila na.
Ami morle ektu kandba na.