Megh Lyrics Jisan Khan Shuvo
Song: MeghSinger: Jisan Khan Shuvo
Music & Lyrics: Jisan Khan Shuvo
Cast: Shlina Afree & Tuhin Chowdhury
Label: Dhrubo Music Station
Megh song is sung by Jisan Khan Shuvo. He also composed the music.
Megh Lyrics Jisan Khan Shuvo:
ও মেঘ, ও মেঘ রে তুই
যা না উড়ে,
আমার বন্ধু থাকে যে শহরে ।
ও মেঘ, ও মেঘ রে তুই
বলিস বন্ধুরে,
আমি আজও ভালোবাসি যে তারে ।
মেঘের সাথে মেঘের খেলা,
বন্ধু করলো অবহেলা ।
মেঘের সাথে মেঘের খেলা,
বন্ধু করলো অবহেলা ।
বন্ধু আমার রইলো কোন দূরে ।
আমি আজও ভালোবাসি যে তারে ।
আমি আজও ভালোবাসি যে তারে ।
মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে ।
রংধনু হয়ে আবার হাসে ।
আমার দুঃখগুলো আমায় নিয়ে,
সে মেঘের ভেলায় চড়ে ভাসে ।
বৃষ্টি ঝরে অবেলা,
বন্ধু করলো অবহেলা ।
বৃষ্টি ঝরে অবেলা,
বন্ধু করলো অবহেলা ।
বন্ধু আমার রইলো কোন দূরে ।
আমি আজও ভালোবাসি যে তারে ।
আমি আজও ভালোবাসি যে তারে ।
মেঘ গানের লিরিক্স:
O megh, O megh re tui
Ja na urey,
Amar bondhu thake je shohore.
O megh, O megh re tui
Bolis bondhu re,
Ami aajo bhalobasi je tare.
Megher sathe megher khela,
Bondhu korlo obohela.
Megher sathe megher khela,
Bondhu korlo obohela.
Bondhu amar roylo kon durey
Ami aajo bhalobasi je tare.
Ami aajo bhalobasi je tare.
Megh shudhu Dukkho pele kande.
Rongdhonu hoye abar hasey.
Amar dukkho gulo amay niye,
Sey megher bhelay chore bhasey.