Lenadena Song Lyrics By Samz Vai
Song: LenadenaSinger: Samz Vai
Music: PB Rudro
Lyrics: Samz Vai
Starring: Zaher Alvi & Mahima
Label: Eagle Music
Lenadena song is sung & written by Samz Vai. Music composed by PB Rudro.
Lenadena Lyrics Samz Vai in Bengali:
ভাবতে খুব অবাক লাগে,
তুমি অন্য কারো ।
কার সাথে আজ বায়না গুলো,
ভাগাভাগি করো ।
কার চোখের ঐ চাহনিতে আজ,
তোমার লজ্জা কাটে ।
ওরে মেনে নিতে আজ পারছি না আমি,
তুমি অন্যের সাথে ।
না না না না...
ওরে আর তো হবে না ।
আমার মনের সাথে,
তোমার লেনাদেনা ।
রাত যখন হবে নিঝুম,
উড়ে যাবে তোমারও ঘুম ।
চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে ।
মিলবে না তো কোনো হিসাব ।
হবেনা পূরণ আমার অভাব ।
দিন রাত এক হবে তোমার,
এই ভাবেতে ।
না না না না...
ওরে আর তো হবে না ।
আমার মনের সাথে,
তোমার লেনাদেনা ।
মন নিয়ে তুমি করেছো খেলা ।
পেয়েছি শুধুই অবহেলা ।
ধীরে ধীরে তুমি ওগো সবই বুঝবে ।
বুঝেও কোনো লাভ হবে না ।
পাবে না আর এই ঠিকানা ।
সেদিন আমার স্মৃতিগুলো,
তোমায় কাঁদাবে ।
না না না না...
ওরে আর তো হবে না ।
আমার মনের সাথে,
তোমার লেনাদেনা ।
লেনাদেনা লিরিক্স:
Bhabte khub obak lagey,
Tumi onnyo karo.
Kar sathe aaj bayna gulo,
Bhaga bhagi koro.
Kar chokher oi chahoni te aaj,
Tomar lojja kate.
Ore mene nitey aaj parchhi na ami,
Tumi onnyer sathe.
Na na na na...
Ore aar toh hobe na.
Amar moner sathe tomar
Lenadena.