Ki Jani Ki Kotha Lyrics

Ki Jani Ki Kotha Lyrics By Taishi Nandi

Song: Ki Jani Ki Kotha
Singers: Taishi Nandi, Koustav Chatterjee
Music: Manidipa Singha
Lyrics: Ritam Sen

Ki Jani Ki Kotha song is sung by Taishi Nandi & Koustav Chatterjee. The lyrics is penned by Ritam Sen.

Ki Jani Ki Kotha Lyrics in Bengali:


কী জানি কী কথা,
লুকোলে ঐ আঁখি পাতে ।

ঝিনুকে মায়া ঝরে,
মায়াবী বালি সরে,
স্রোতেরা পায়ে পড়ে,
চুপিসারে মধুরাতে ।

কী কথা লুকোলে ঐ আঁখি পাতে ।

এ বাতিঘর অচেনা,
কোনো জাহাজ জিরোচ্ছে না ।
হতাশা অন্তরীপে,
তলিয়ে যাওয়া দ্বীপে ।

কে আলো জ্বেলে রাখে,
পিছু ডাকে,
তোমাকে ফেরায় ।

কী কথা লুকোলে ঐ আঁখি পাতে ।
ঝিনুকে মায়া ঝরে,
মায়াবী বালি সরে,
স্রোতেরা পায়ে পড়ে,
চুপিসারে মধুরাতে ।

কী কথা লুকোলে ঐ আঁখি পাতে ।

এখানে থামে নোনা হাওয়া,
দ্বীপান্তরে বা নির্বাসনে ।
উড়ন্ত শঙ্খচিল, অস্থির নীলে নীল
তোমাকে খোঁজে মনে মনে ।

অলস আলোর আকাশলীনা,
এবার ফেরো হৃদয়হীনা ।
তোমাকে ডেকে ডেকে,
হৃদয়ে রেখে রেখে ।

সময় চোরাবালি,
থেকে থেকে, আমাকে ডোবায় ।

কী কথা লুকোলে ঐ আঁখি পাতে ।

ঝিনুকে মায়া ঝরে,
মায়াবী বালি সরে,
স্রোতেরা পায়ে পড়ে,
চুপিসারে মধুরাতে ।

কী কথা লুকোলে ঐ আঁখি পাতে ।

কী জানি কী কথা গানের লিরিক্স:


Ki jani ki kotha,
Lukole oi ankhi paate.

Jhinuke maya jhore,
Mayabi bali sore.
Srote ra paaye pore,
Chupisare modhu raate.

Ki Kotha Lukole oi Ankhi paatey.

Ei baati ghor ochena,
Kono jahaj jirochchhe na.
Hotasha ontoripe,
Toliye jawa dwipe.

Ke aalo jwele rakhe,
Pichhu dake,
Tomake pherai.
326404665953066090

TRENDING NOW

326404665953066090