Dube Jai Lyrics Habib Wahid
Song: Dube JaiSinger & Composer: Habib Wahid
Lyrics: Faujia Sultana Poly
Starring: Nilanjana & Habib Wahid
Dube Jai song is sung & composed by Habib Wahid.
Dube Jai Lyrics in Bengali by Habib Wahid:
ডুবে যাই,
আমি যেন ডুবে যাই ।
কি যে বয়ে যায়,
তুই ছুঁয়ে দিলে হায় ।
তোর ছোঁয়া থেকে যায়,
আমি যে শেষ হয় ।
নিজেকে রাখা দায়,
তোর শত বাহানায় ।
জ্বেলে যাবি তুই গোপনে,
গোপনে মনের আগুন ।
আরও কাছে থেকে,
কাছে পেতে চাই ।
কান পেতে তুই শুনে নে,
শুনে নে বুকের ফাগুন ।
এই আমি শুধু আজ তোকে চাই ।
ডুবে যাই,
আমি যেন ডুবে যাই ।
কি যে বয়ে যায়,
তুই ছুঁয়ে দিলে হায় ।
যায় উড়ে যায়,
পাখিরা সব ঘর ছেড়ে,
কোন সুখেতে ।
সেই না পাওয়া,
সুখেরা চাই,
তোর চোখে মিশে যেতে ।
তোর ছোঁয়া থেকে যায়,
আমি যে শেষ হয় ।
নিজেকে রাখা দায়,
তোর শত বাহানায় ।
জ্বেলে যাবি তুই গোপনে,
গোপনে মনের আগুন ।
আরও কাছে থেকে,
কাছে পেতে চাই ।
কান পেতে তুই শুনে নে,
শুনে নে বুকের ফাগুন ।
এই আমি শুধু আজ তোকে চাই ।
ডুবে যাই লিরিক্স হাবিব:
Dube jai,
Ami jeno dube jai.
Ki je boye jai,
Tui chhunye dile haay.
Tor chhowa theke jai,
Ami je shesh hoy.
Nijeke rakha daay,
Tor shoto bahanay.
Jwele jabi tui gopone,
Gopone moner agun.
Aro kachhe theke,
Kachhe petey chai.
Kan petey tui shune ne,
Shune ne buker fagun.
Ei ami ami shudhu aaj toke chai.