Danpitey Lyrics Timir Biswas From Love Story Movie
Song: DanpiteyMovie: Love Story
Singers: Timir Biswas & Kuntal De
Music: Savvy
Lyrics: Dipangshu Acharya
Starring: Bonny Sengupta, Rittika Sen & Others.
Danpitey song is from the Bengali movie "Love Story". This song is sung by Timir Biswas and Kuntal De. Savvy composed the music.
Danpitey song lyrics in Bengali:
কালকের ডানপিটে ছেলেটা,
আজকে আনমনা হয়েছে ।
মন তার কোনখানে রয়েছে,
নিজেও জানে না সে ।
বাড়ছে ফুল স্পিডে বয়সও ।
পাল্টে যাচ্ছে কি চয়েস ও ।
বুঝতে শিখছে সে ক্রমশঃ,
তোমায় ভালোবাসে ।
দুটো স্বপ্ন দেখা চোখ,
হচ্ছে সাবালাক ।
আমি খুঁজছি যেন সেই, আমাকেই ।
দিন গুনছি কার!!
কি হল আমার ।
জানতো না এ মন,
এমন শিহরণ ।
দুটো স্বপ্ন দেখা চোখ,
হচ্ছে সাবালাক ।
আমি খুঁজছি যেন সেই, আমাকেই ।
পথ দিচ্ছে শিস,
একসাথে থাকিস ।
খুব চেনা গান,
নতুন অভিযান ।
দুটো স্বপ্ন দেখা চোখ,
হচ্ছে সাবালাক ।
আমি খুঁজছি যেন সেই, আমাকেই ।।
ডানপিটে লিরিক্স:
Kalker danpitey chheleta,
Aajke anmona hoyechhe.
Mon tar konkhane royechhe,
Nijeo jane na sey.
Barchhe full speed a boyos o,
Palte jachhe ki choice o.
Bujhte shikchhe sey kromosho,
Tomay bhalobese.
Duto swopno dekha chokh,
Hochchhe sabalok.
Ami khunjchhi jeno sei amakei.