Bhule Jete Shikhini Lyrics

Bhule Jete Shikhini Lyrics Imran Mahmudul

Song: Bhule Jete Shikhini
Singer: Imran Mahmudul
Music: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Label: CMV

Bhule Jete Shikhini song is sung & composed by Imran Mahmudul. Lyrics is penned by Mehedi Hasan Limon.

Bhule Jete Shikhini Lyrics in Bengali:


কতদিন হল,
তোমার সাথে কোনো দেখা নেই ।
অল্পতেই দুই গাল ভিজে যায়,
তোমাকে ভাবতেই ।

এভাবে এত পর হয়ে যাবে,
কখনো ভাবতে পারিনি ।
আমি ভালোবাসতে জানি,
ভুলে যেতে শিখিনি ।

স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ ।
রাত যত হয়, কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?

এভাবে এত পর হয়ে যাবে,
কখনো ভাবতে পারিনি ।
আমি ভালোবাসতে জানি,
ভুলে যেতে শিখিনি ।

তোমার পথ চেয়ে,
আমার আহাজারি,
ডুবে পূবের সন্ধ্যা ।
ভুলের মাসুল, আর কতদিন
একা বয়ে যাওয়া যায় ।

এভাবে এত পর হয়ে যাবে,
কখনো ভাবতে পারিনি ।
আমি ভালোবাসতে জানি,
ভুলে যেতে শিখিনি ।

ভুলে যেতে শিখিনি লিরিক্স:


Kotodin holo,
Tomar sathe kono dekha nei.
Olpotei du gaal bhije jai.
Tomake bhabtei.

Ebhabe eto por hoye jabe,
Kokhono bhabte parini.
Ami bhalobaste jani,
Bhule jete shikhini.

Smritir shohore nouka bhase.
Eka jole thoi thoi.
Raat joto hoy, koshto bare.
Ami ki tomar kew noi?

326404665953066090

TRENDING NOW

326404665953066090