Bhalobasi Chol Lyrics Lagnajita Chakraborty
Song: Bhalobasi CholMovie: 17th September
Singer: Lagnajita Chakraborty
Music: Savvy
Lyrics: Akash Chakraborty
Cast: Soham & Arunima
Bhalobasi Chol song is from the Bengali movie "17th September". This song is sung by Lagnajita Chakraborty. Music was composed by Savvy.
Bhalobasi Chol Lyrics in Bengali:
নাইবা তোর ঘরে হল ফেরা,তবু চোখে কেন জল?
পথে চলতে দেখা হলে,
কালও থমকে থামবো অবিকল ।
ভিজে ঠিক, যাবে চোখ ।
মনে হবে, ফের রোজই দেখা হোক ।
তবু অল্প দূরে থেকে,
ঝুঠো ঝগড়া গুলো ঢেকে, আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল,
ভালোবাসি চল, ভালোবাসি চল ।
নাইবা হল সাথে বেঁচে থাকা ।
হাতে হাত রাখা ।
তবুও তো রূপকথা বাঁচে,
মনে মনে একা ।
ভিজে ঠিক, যাবে চোখ ।
মনে হবে, ফের রোজই দেখা হোক ।
তবু অল্প দূরে থেকে,
ঝুঠো ঝগড়া গুলো ঢেকে, আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল,
ভালোবাসি চল, ভালোবাসি চল ।
ভাব না আমি, অকারণে রেগে
দূরে বসে আছি ।
চাইছি তোকে, দূরে দূরে রেখে
বড় কাছাকাছি ।
ভিজে ঠিক, যাবে চোখ ।
মনে হবে, ফের রোজই দেখা হোক ।
তবু অল্প দূরে থেকে,
ঝুঠো ঝগড়া গুলো ঢেকে, আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল,
ভালোবাসি চল, ভালোবাসি চল ।
ভালোবাসি চল লিরিক্স লগ্নজিতা চক্রবর্তী:
Naiba tor ghore holo phera,
Tobu chokhe keno jol?
Pothe cholte dekhe holey,
Kal oh thomke thambo obikol.
Bhije thik, jabe chokh.
Mone hobe, pher roji dekha hok.
Tobu olpo durey theke,
Jhuto jhogra gulo dheke, amoron
Bhalobasi Chol, Bhalobasi Chol.
Bhalobasi Chol, Bhalobasi Chol.
Naiba holo sathe benche thaka.
Haate haat rakha.
Tobu o toh rupkotha banche.
Mone mone eka.