Ashkara Lyrics Buro Sadhu


Ashkara Lyrics Timir Biswas From Buro Sadhu Movie

Song: Ashkara
Movie: Buro Sadhu
Singer: Timir Biswas
Music & Lyrics: Pranjal Das
Music Label: Webaqoof Music

Ashkara song is from the movie "Buro Sadhu". This song is sung by Timir Biswas. This song is written & composed by Pranjal Das.

Ashkara song Lyrics in Bengali From Buro Sadhu:


কিছু নষ্ট বিকেলে,
দিকভ্রষ্ট হয়ে যায় পাখিরা ।
একটা বিশেষ বৃক্ষতে,
একলা পড়ে যায় বাকিরা ।

ভিজতে গিয়ে মাঝরাতে,
শুকিয়ে যাচ্ছে দেহটা ।
আলোর মধ্যে আপনজন,
তবু প্রশ্ন জাগে, কে ওটা?

গ্রীষ্মকালে তুষারপাত,
একি কাণ্ড হচ্ছে বল দেখি!!
দাঁড়িপাল্লাও বুঝছে না,
কে যে হালকা, কার ওজন বেশী!!

আমি বুঝি আমাকে,
বৃষ্টির দাগ লেগে জামাতে ।
ছুটতে গিয়ে হোঁচট খাই,
তবু মন চাইছে না থামাতে ।

তোমারই আস্কারায়,
মাছেরা আঁশ ছাড়ায় ।
নতুন ব্যাকরণে,
তুমি নতুন কোন এক অবতার ।

দুপাশে লাল জলে,
দু'পা আজ টলটলে ।
দাঁড়িয়ে মাঝখানে ভাবো,
তুমি কার ।

তবু ভাবছি প্রেক্ষাপট,
বীষ যন্ত্র মিশছে প্রতীক্ষায় ।
ফল বেরিয়ে যাওয়ার পর,
ফের বসতে হচ্ছে পরীক্ষায় ।

তোমার মতো আমিও,
তাই সাবধানে পা নামিও ।
বৃষ্টিপাতের সূত্রপাত,
কোথায় তা ভেবে জানিও ।

বুড়ো সাধু সিনেমার গান আস্কারা লিরিক্স:


Kichhu noshto bikele,
Dikbhrosto hoye jai pakhira.
Ekta bishesh brikhyo te,
Ekla pore jai bakira.

Bhijte giye majhraate,
Shukiye jachchhe deho ta.
Aalor modhye aponjon,
Tobu proshno jage, ke ota?

Grishmokale tusharpaat,
Eki kando hochchhe bol dekhi.
Danripallao bujhchhe na,
Ke je halka, kar ojon beshi?

Ami bujhi amake,
Brishtir daag lege jamate.
Chhut te giye honchot khai,
Tobu mon chaichhe na thamate.

Tomari ashkarai,
Machhera ansh chharai.
Notun byakorone,
Tumi notun kono ek obotaar.
326404665953066090

TRENDING NOW

326404665953066090