Amar Etuk Sudhu Chaoa Lyrics Rajlokhi O Srikanto

Amar Etuk Sudhu Chaoa Lyrics Rajlokhi O Srikanto

Song: Amar Etuk Sudhu Choa
Movie: Rajlokhi O Srikanto
Singer: Timir Biswas
Music & Lyrics: Anirban Das

Amar Etuk Sudhu Chaoa song is from the movie Rajlokhi O Srikanto (often spelled as Rajlokkhi O Srikanto). This song is sung by Timir Biswas.

Amar Etuk Sudhu Choa Lyrics Timir Biswas From Rajlokhi O Srikanto


আমার এটুক শুধু চাওয়া,
ভরা দীঘির জলে নাওয়া ।
বট অশ্বত্থ পাতায় ছাওয়া,
কৃপণ শেষ বসন্ত হাওয়া ।

আমি একটা বেছে নেবো,
না হয় তুমিও খানিক ভেবো ।
শেষে অস্তমিত কবর খানায়,
শরীর রেখে দেবো ।

বলো তুমিও কি চাও যেতে?
এই কৃপণ হাওয়ায় মেতে ।
সারি সারি মৃতের শয়ণ কক্ষ কাছে পেতে ।

ছাড়ো এসব কথা রাখো ।
কোনো বান্ধবী কে ডাকো ।
তার হৃদয় ঘেঁষে বসি,
তার শিরায় আউশ চষি ।

জানি আউশ চষা বারণ,
তবু তোমার কথা রাখি ।
দগ্ধ দেশে ধ্বংসস্তূপে,
পুষছি দোয়েল পাখি ।

শেষে এটুক থাকে চাওয়া,
ভরা দীঘির জলে নাওয়া ।
বট অশ্বত্থ পাতায় ছাওয়া,
কৃপণ শেষ বসন্ত হাওয়া ।

আর অস্তমিত কবর খানায়,
শরীর রেখে যাওয়া ।

আমার এটুক শুধু চাওয়া লিরিক্স রাজলক্ষ্মী ও শ্রীকান্ত:


Amar etuk sudhu chaoa,
Bhora dighir jole naowa.
Bot osothh patay chhaoa,
Kripon shesh bosonto hawa.

Ami ekta bechhe nebo,
Na hoy tumio khanik bhebo.
Sheshe ostomito kobor khanay,
Shorir rekhe debo.

Bolo tumio ki chao jetey?
Ei kripon hawai metey.
Sari sari mriter shoyon kokhyo kachhe petey.

Chharo esob kotha rakho.
Kono bandhobi ke dako.
Tar hridoy ghense bosi,
Tar shiray aaush choshi.

Jani aaush chosha baron,
Tobu tomar kotha rakhi.
Dogdho deshe dhongsho stupe,
Pushchhi doyel pakhi.
326404665953066090

TRENDING NOW

326404665953066090