Udashi Shon Lyrics
Panther Bengali Movie Lyrics Udashi Shon
Song: Udashi Shon
Movie: Panther
Singer: Ishan Mitra
Music: Savvy
Lyrics: Ritam Sen
Starring: Jeet, Shraddha Das & Others.
Udashi Shon song is from the movie "Panther". This song has been sung by Ishan Mitra. Lyrics was penned by Ritam Sen. Savvy composed the music. Udashi Shon Lyrics. Udashi Shon Song Lyrics. Udashi Shon Lyrics By Ishan Mitra.
"উদাসী শোন" গানটি গেয়েছেন ইশান মিত্র। গানটি প্যান্থার সিনেমার গান। গানটির সুরকার হলেন স্যাভি। উদাসী শোন গানের কথা।
কি করে বলি বল,
কোন ব্যথায় মন পাথর ।
কি করে মুছি বল,
চোখের জল, আজকে তোর ।
তারারা কাঁদে, ভরা বিষাদে ।
ফিরে তাকানো বারন ।
কেন জানিনা, হাত ছাড়িনা ।
তোকে বাঁধছি অকারণ ।
ওরে ও উদাসী শোন,
খুঁজে নে ফেরারী কোণ ।
তোকে দুঃখ দিতে চাই না,
আমার মন ।
কি করে মুছি বল,
চোখের জল, আজকে তোর ।
যদি কথা দিই, দেবো সব কিছুই ।
যা কিছু তোকে দেওয়া যায় ।
সারা রাত ধরে, মায়া বন্দরে
তোকে রাখবো আজ পাহারায় ।
দিশেহারা দিন, স্বপ্নে রঙিন
খোঁজে আবদারের মানে ।
মায়াবী প্রহর, আর এই শহর
একাকি অভিমানে ।
Ki kore boli bol,
Kon byathai mon pathor.
Ki kore muchi bol,
Chokher jol aajke tor.
Tara ra kande, bhora bishade
Phire takano baron.
Keno janina, haat chharina
Toke bandhchi okaron.
Ore O Udashi Shon,
Khunje ne pherari kon.
Toke dukkho ditey chaina,
amar mon.
Udashi Shon Lyrics in Bengali:
কি করে বলি বল,
কোন ব্যথায় মন পাথর ।
কি করে মুছি বল,
চোখের জল, আজকে তোর ।
তারারা কাঁদে, ভরা বিষাদে ।
ফিরে তাকানো বারন ।
কেন জানিনা, হাত ছাড়িনা ।
তোকে বাঁধছি অকারণ ।
ওরে ও উদাসী শোন,
খুঁজে নে ফেরারী কোণ ।
তোকে দুঃখ দিতে চাই না,
আমার মন ।
কি করে মুছি বল,
চোখের জল, আজকে তোর ।
যদি কথা দিই, দেবো সব কিছুই ।
যা কিছু তোকে দেওয়া যায় ।
সারা রাত ধরে, মায়া বন্দরে
তোকে রাখবো আজ পাহারায় ।
দিশেহারা দিন, স্বপ্নে রঙিন
খোঁজে আবদারের মানে ।
মায়াবী প্রহর, আর এই শহর
একাকি অভিমানে ।
উদাসী শোন লিরিক্স প্যান্থার:
Ki kore boli bol,
Kon byathai mon pathor.
Ki kore muchi bol,
Chokher jol aajke tor.
Tara ra kande, bhora bishade
Phire takano baron.
Keno janina, haat chharina
Toke bandhchi okaron.
Ore O Udashi Shon,
Khunje ne pherari kon.
Toke dukkho ditey chaina,
amar mon.