Shudhu Tomay Ghire Lyrics Imran Mahmudul
Song: Shudhu Tomay GhireSinger: Imran Mahmudul
Lyrics: Sharif Al-Din
Music: Musfiq Litu
Cast: Imran Mahmudul and Maria Nur
Label: Dhruba Music Station
Shudhu Tomay Ghire song is sung by Imran Mahmudul. Misic is composed by Musfiq Litu. Lead role played by Imran & Maria Nur. Shudhu Tomay Ghire Song Lyrics. Sudhu Tomay Ghire Lyrics.
Shudhu Tomay Ghire Lyrics Imran Mahmudul:
শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।
অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।
আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।
শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।
আনমনে আলতো করে,
হাত ছোঁয়াবো মুখে ।
তোমার চোখে জল গড়াবে,
একটুখানি সুখে ।
অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।
আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।
আলগোছে আঁকড়ে ধরি,
মুখ লুকানো হাসি ।
তোমার বুকে আছড়ে পড়ি,
আমি অহর্নিশি ।
অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।
আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।
শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।
শুধু তোমায় ঘিরে লিরিক্স:
Shudhu Tomay Ghire,
Shudhu Tomay Ghire,
Sindur ranga megh koreche durey.
Shudhu tomar chhaya megher upar,
Dheu khele roddure.
Obhimaner anri kete,
Kothay tumi jachchho hente.
Hridoyer chirkute, tumi khub danpite.
Ami tomar maan bhangabo,
Bhalobasar chokh rangabo,
Mishti kono gaan shonabo,
Golar norom swore.