Rongila Re Mon Lyrics Akriti Kakar

Rongila Re Mon Lyrics Akriti Kakar Oriplast Originals

Song: Rongila Re Mon
Singers: Akriti Kakar, Dikshu Sarma
Music: Ajay Singha
Lyrics: Rajib Chakraborty
Music Label: SVF Music

Rongila Re Mon song has been performed by Akriti Kakar & Dikshu Sarma in Oriplast Originals show. The music has been composed by Ajay Singha.

Rongila Re Mon Lyrics in Bengali:


(রঙ্গিলা রঙ্গিলা রে মন,
হারিয়ে যাবো দূরে ।
রঙ্গিলা রঙ্গিলা রে মন,
পাহাড়ী আসরে।)

ফাগুনের আগুনে মন
প্রেমের কথা বল ।
নাগর আজ তোকে নিয়ে
পালিয়ে যাবো চল ।
দুচোখে কৃষ্ণচূড়া,
হাওয়ায় দিলো ডাক ।
হাতে হাত রাখবো সুজন,
বন্ধু হয়েই থাক ।

বাসি আজ আপন ভোলা ।
পিরীতের নাগরদোলা ।
মাদলের মাতাল সুরে,
তোকে নিয়ে অচিনপুরে ।
আকাশে পলাশ রঙে
ঝলাক ঝলাক চল ।
আহারে, আহারে মন যমুনার জল ।
নাগর আজ তোকে নিয়ে
পালিয়ে যাবো চল ।

ফাগুনের আগুনে মন
প্রেমের কথা বল ।
নাগর আজ তোকে নিয়ে
পালিয়ে যাবো চল ।

রঙ্গিলা রে মন লিরিক্স:


(Rongila rongila re mon,
Hariye jabo durey.
Rongila rongila re mon,
Pahari asorey.)

Phaguner agune mon
Premer kotha bol.
Nagor aaj toke niye
Paliye jabo chol.
Duchokhe krishnochura
Hawai dilo daak.
Haate haat rakhbo sujon,
Bondhu hoyei thak.
326404665953066090

TRENDING NOW

326404665953066090