Bola jaye na lyrics

Bola Jaye Na Lyrics Oriplast Originals

Song: Bola jaye na
Singer: Arko, Akriti Kakar
Music: Arko
Singer: Arko
Music Label: SVF Music

Bola jaye na song has been performed by Arko & Akriti Kakar in the "Oriplast Originals" show. Arko composed the music & wrote the Lyrics as well.

Bola jaye na lyrics in Bengali:


স্বপ্নের মাঠে শুধু আনাগোনা,
আনাগোনা, শুধু তোমার ।
ভরা স্মৃতি পটে সবই আলপনা,
আলপনা, শুধু তোমার ।

হাতছানি দেখি যেন,
আবছানি শীতে কেন,
তবু তো তোমাকে ছোঁয়া যায় না ।

ভেজা হৃদয়ের মাটি,
যতই একাকী হাঁটি,
তোমার ঠিকানা পথ পায় না ।

শুধু তোর জন্যেই রয়ে গেল-
যে কথা কাউকে বলা যায় না ।
শুধু তোর জন্যেই রয়ে গেল-
যে কথা কাউকে বলা যায় না ।

বলা যায় না, বলা যায় না ।
সে কথা কাউকে বলা যায় না ।
বলা যায় না, বলা যায় না ।
সে কথা কাউকে বলা যায় না ।

তুই ছায়া, তুই মায়া ।
তুই ছাড়া সব যায় ভুলে যাওয়া ।
তোর চোখে সব চাওয়া,
যাবে কবে যে আবার দেখা পাওয়া ।

ভেবে মরে মন,
আর কতক্ষণ,
এ দুই নয়ন রবে তৃষিত ।
সারাটা জীবন, চোখে ছবি তোর
গান সবই তোর, অপ্রকাশিত ।

ভেজা হৃদয়ের মাটি,
যতই একাকী হাঁটি,
তোমার ঠিকানা পথ পায় না ।

শুধু তোর জন্যেই রয়ে গেল-
যে কথা কাউকে বলা যায় না ।
শুধু তোর জন্যেই রয়ে গেল-
যে কথা কাউকে বলা যায় না ।

বলা যায় না, বলা যায় না ।
সে কথা কাউকে বলা যায় না ।
বলা যায় না, বলা যায় না ।
সে কথা কাউকে বলা যায় না ।

বলা যায় না লিরিক্স:


Swopner mathey shudhu anagona.
Anagona shudhu tomar.
Bhora smriti pote, sobi alpona.
Alpona, Shudhu Tomar.

Haatchhani dekhi jeno,
Abchhani sheet a keno,
Tobu toh tomake chowa jaye na.

Bheja hridoyer maati,
Jotoi ekaki hanti.
Tomar thikana poth paay na.

Shudhu tor jonnyei roye gelo
Je kotha kawke bola jaye na.
Shudhu tor jonnyei roye gelo
Je kotha kawke bola jaye na.

Bola jaye na, bola jaye na
Sey kotha kawke bola jaye na.
Bola jaye na, bola jaye na
Sey kotha kawke bola jaye na.




326404665953066090

TRENDING NOW

326404665953066090