Valobasa Nai Re Lyrics Kiron Khan
Song: Valobasa Nai Re
Singer: Kiron Khan
Music: Ankur Mahamud
Lyrics: Akter Hamid Khan
Starring: Shadiqur Shimul & Mahima
Label: Eagle Music
Valobasa Nai Re song is sung by Kiron Khan. Music has been composed by Ankur Mahamud. Lyrics was penned by Akter Hamid Khan.
Valobasa Nai Re Lyrics in Bengali:
যার জন্য দিনে রাতে,
আড়ি দিলাম ঘুমের সাথে ।
সে যদি আজ পরের তরে,
দিবারাত্রি কেঁদে মরে ।
তখন কি আর চাইলেও বলো,
যাই কি ভালো থাকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
আমার বুকের কষ্ট যদি,
বইতে তুমি নিরবধি ।
বুঝতে তুমি কেমন করে,
আগুন জ্বলে এই অন্তরে ।
আগুন দিয়ে যাই কি বলো,
প্রেমের কাব্য রাখা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
যার লাগিয়া জীবন তরী,
করছে এখন মরি মরি ।
জীবন দিয়েও পাবো কী আর,
আগের মতো দেখা তোমার ।
নিথর দেহ কেমনে পাবে,
তোমার চোখের দেখা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে লিরিক্স:
Jar jonnyo diney raate,
Arri dilam ghumer sathey.
Sey jodi aaj porer torey,
Dibaratri kende morey.
Tokhon ki arr chaileo bolo,
Jai ki valo thaka.
Valobasa Nai Re bondhu,
Ei buk ekhon phanka.
Valobasa Nai Re bondhu,
Ei buk ekhon phanka.
Amar buker koshto jodi,
Boite tumi nirobodhi.
Bujhte tumi kemon kore,
Agun jwole ei ontore.
Agun diya jai ki bolo,
Premer kabyo lekha.
Valobasa Nai Re bondhu,
Ei buk ekhon phanka.
Ei buk ekhon phanka.
Valobasa Nai Re bondhu,
Ei buk ekhon phanka.
Ei buk ekhon phanka.