Tumi Bristi Valobaso Lyrics Abanti Sithi
Song: Tumi Bristi ValobasoSinger: Abanti Sithi
Music: Partha Paul
Lyrics: Goutam Ghoshal
Tumi Bristi Valobaso song is sung by Abanti Sithi. Music has been composed by Partha Paul. Lyrics was penned by Goutam Ghoshal.
Tumi Bristi Valobaso Lyrics in Bengali:
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম ।
তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম ।
ভেজা জানলার কাঁচে,
আঙুল টেনে, তোমায় আঁকতাম ।
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম ।
তাই গন্ধ গায়ে মাখতাম ।
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম ।
তাই গন্ধ গায়ে মাখতাম ।
তোমার উঠোনে,
ভুলে যাওয়া গানের সুর গাইতাম ।
বৃষ্টি...
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম ।
তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম ।
ভেজা জানলার কাঁচে,
আঙুল টেনে, তোমায় আঁকতাম ।
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম ।
তাই মেঘের জানালা খুলে রাখতাম ।
তারপর বিকেলে,
বৃষ্টিরা এলে ভালোবাসতাম
বৃষ্টি ।
তুমি বৃষ্টি ভালোবাসো লিরিক্স:
Tumi bristi valobaso jantam.
Tai bristi ke naam dhore daktam.
Bheja janlar kanche,
Angul teney tomay anktam.
Tumi bristi valobaso jantam.
Tai gondho gaaye makhtam.
Tumi bristi valobaso jantam.
Tai gondho gaaye makhtam.
Tomar uthone bhule jawa gaaner sur
Gaitam.
Bristi...