Shomoy Lyrics Shantilal O Projapoti Rohoshyo

Shomoy Lyrics Shantilal O Projapoti Rohoshyo

Song: Shomoy
Movie: Shantilal O Projapoti Rohoshyo
Singer: Arko
Music & Lyrics: Arko
Starring: Ritwick Chakraborty, Paoli Dam, Goutam Ghose
Label: Zee Music Company

Shomoy song is from the movie "Shantilal O Projapoti Rohoshyo". This song has been sung by Arko. He also composed the music.

Shomoy Lyrics in Bengali Shantilal O Projapoti Rohoshyo:


পথ নিয়ে চলে আমাকে বহুদুর ।
শীতের ভয়ে কাটে ছোঁয়াচে রোদ্দুর ।
পথ কথা বলে, ঠিকানা পাল্টায় ।
কিছুটা মনে থাকে, কিছুটা ভোলা দায় ।

সময় যেন একা একা দাবা খেলা ।
মানুষ, মুখোশ মেলা ।
তবু অচেনা কে চেনা যাবে ।
হ্যাঁ রে নয়,
কোথায় থাকে কেবা জানে!!
শুধু প্রশ্নের সন্ধানে ।
তবু উত্তর খুঁজে পাবে ।
হ্যাঁ রে উত্তর খুঁজে পাবে ।

পথ নিয়ে চলে আমাকে বহুদুর ।
শীতের ভয়ে কাটে ছোঁয়াচে রোদ্দুর ।
আমিও কোনো তাড়া, বাঁধা বাঁধন ছাড়া ।
আজ ছিটকে গিয়েছি আমি,
লুপ্ত হয়েছি মহাকাশে ।

জড়ানো রেশা রেশা,
কৌতুহলের নেশা ।
তাই জানতে ছুটেছি আজ,
লুকোচুরি গন্ধ বাতাসে ।

পথ নিয়ে চলে আমাকে বহুদুর ।
শীতের ভয়ে কাটে ছোঁয়াচে রোদ্দুর ।
পথ কথা বলে, ঠিকানা পাল্টায় ।
কিছুটা মনে থাকে, কিছুটা ভোলা দায় ।

সময় লিরিক্স শান্তিলাল ও প্রজাপতি রহস্য:


Poth niye chole amake bohudur.
Sheet er bhoye kate chhowachhe roddur.
Poth kotha bole, thikana paltay.
Kichhuta mone thake, kichhuta bhola daay.

Shomoy jeno eka eka daaba khela.
Manush, mukhosh mela.
Tobu ochena ke chena jabe.
Hayn re noy,
Kothay thake, ke ba jane.
Shudhu proshner sondhane.
Tobu uttor khunje pabe.
Hyan re uttor khunje pabe.






326404665953066090

TRENDING NOW

326404665953066090