Pari Na Lyrics Anupam Roy Bhootchakra
Song: Pari NaMovie: Bhootchakra Pvt LTD
Singer: Anupam Roy
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Cast: Soham Chakraborty, Bonny Sengupta, Srabanti Chatterjee, Rittika Sen & Others
Pari Na song is from the movie "Bhootchakra". This song is sung, composed & written by Anupam Roy.
Pari Na Lyrics in Bengali:
এতদিন দূর থেকে দেখেছি,
কাছে এসে হাত যেই রেখেছি ।
হয়তো তুমি মানুষেরই মতো,
ব্যবহারে সংযত ।
শরীরে হৃদয় আছে কী?
আমি ক্রমশঃ গেছি ঘেঁটে ।
তাই ভালোবাসার গেটে,
মুখ নীচু করে দাঁড়িয়ে আছি ।
কেন পারি না,
আমি রাতজেগে করি পায়চারি না ।
আমি হতে চাই ঘোর সংসারী না ।
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না ।
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না ।
কত কিছু চোখে যেন পড়ে না ।
ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না ।
ভালোবেসে ফেলে বোকামি ।
তাই ভাবি বসে আমি,
তোর শরীরে হৃদয় আছে কী?
ছিলাম নিরীহ বঙ্গবাসী ।
উড়ে এলো সাঁড়াশি ।
এটা স্বপ্ন না রিয়েলিটি?
কেন পারি না,
আমি রাতজেগে করি পায়চারি না ।
আমি হতে চাই ঘোর সংসারী না ।
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না ।
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না ।
পারি না লিরিক্স ভূতচক্র:
Etodin dur theke dekhechi,
Kache eshey haat jei rekhechi.
Hoytoh tumi manusher e moto.
Byabohare songjoto.
Shorire hridoy ache ki?
Ami kromosho gechi ghente.
Tai bhalobasar gate a,
Mukh nichu kore danriye achi.
Keno Pari Na,
Ami raat jege kori paichari na.
Ami hotey chai ghor songsari na.
Ami regey gele kichu chunre mari na.
Ami herey jai tobu haal chari na.