Obhimani Prem Lyrics Habib Wahid

Obhimani Prem Lyrics Habib Wahid

Song: Obhimani Prem
Singer: T K Tareq
Music: Habib Wahid
Lyrics: Mostafizur Rahman Irfan
Cast: T K Tareq, Aysha Nudrat, Rayhan Islam Shuvro

Obhimani Prem song is sung by T K Tareq. Music has been composed by Habib Wahid. Obhimani Prem Lyrics. Obhimani Prem Song Lyrics.

Obhimani Prem Lyrics in Bengali:


যদি কখনো আকাশ কাঁদে,
বৃষ্টি হয়ে;
ভেবোনা তুমি আমার,
এই জমা অভিমানী ।

যদি কখনো ফুলে ফুলে,
ভ্রমর ফিরে ফিরে আসে;
ভেবোনা তুমি আমার,
নীরব পিছুটানই ।

শীতের সকালে কুয়াশা ভেজায়
তোমার উঠোন ।
দু'পা ফেলে সোনা বধূয়ারে ।
এ আর কিছু নয়,
এই আমার শুভ প্রেমের আহ্বান ।
বদলে যাওয়া ভালোবাসার অভিধান ।

ভোলে যত সংশয় মিথ্যে করেই অভিনয় ।
আবার ফিরে আসা কি যায় না ।
একবার ফিরে দেখো,
প্রথম প্রেমের মতো ।
আবার শুরু হোক আবেগি প্রণয়ে ।

কথা দিলাম,
এই প্রেম কভু যাবো না ভুলে ।
আসলে আসুক,
বিষাদী বলে ।
গানে গানে আজ তাই,
জানিয়ে দিলাম ।
এ আর কিছু নয় ।
এই আমার শুভ প্রেমের আহ্বান ।


অভিমানী প্রেম লিরিক্স:


Jodi kokhono akash kande,
Bristi hoye;
Bhebona tumi amar,
Ei joma Obhimani.

Jodi kokhono phule phule,
Bhromor phire phire asey.
Bhebona tumi amar,
Nirob pichutani.

326404665953066090

TRENDING NOW

326404665953066090