Nei Hoye Acho Lyrics Shiekh Sadi
Song: Nei Hoye AchoSinger: Shiekh Sadi
Music: Ahmmed Humayun
Lyrics: Shomeshawr Oli
Album: Nei Hoye Acho
Cast: Shiekh Sadi & Mariya Nooni
Label: CMV
Nei Hoye Acho song is sung by Shiekh Sadi. Music has been composed by Ahmmed Humayun. Lyrics was penned by Shomeshawr Oli.
Nei Hoye Acho Lyrics in Bengali:
তোমায় আমি পাইনা ছুঁতে,
আমার ব্যর্থ নাম ।
তোমার হতে, হতে আমি
ফুরিয়ে গেলাম ।
মুঠো খুলে দেখি,
হঠাৎ তুমি নেই ।
আমার আকাশ নদী
তুমি নেই ।
নেই হয়ে আছো,
তুমি এই প্রাণে ।
নেই হয়েই থাকার,
নেই মানে ।
ঝড়া পাতার বৃষ্টিতে ভিজবো বলে,
শহর ছেড়ে কিছু মাইল দূরে,
কোনো এক মফঃস্বলে ।
আমি ছুটে যাই, শুধু তোমারই টানে ।
যতদূর চোখ যায়, যতদূর স্মৃতি যায়
তুমি আছো সবখানে ।
মুঠো খুলে দেখি,
হঠাৎ তুমি নেই ।
আমার আকাশ নদী
তুমি নেই ।
নেই হয়ে আছো,
তুমি এই প্রাণে ।
নেই হয়েই থাকার, নেই মানে ।
তোমায় আমি পাইনা ছুঁতে,
আমার ব্যর্থ নাম ।
তোমার হতে, হতে আমি
ফুরিয়ে গেলাম ।
নেই হয়ে আছো লিরিক্স:
Tomay ami paina chunte,
Amar byartho naam.
Tomar hotey, hotey ami
Phuriye gelam.
Mutho khule dekhi,
Hothat tumi tum.
Amar akash nodee
Tumi nei.
Nei hoye acho,
Tumi ei prane.
Nei hoyei thakar, nei mane.