Neel Digante Song Lyrics

    Neel Digante Lyrics Gotro Shreya Ghoshal

    • Song: Neel Digante
    • Movie: Gotro
    • Singer: Shreya Ghosal
    • Composition: Anindya Chattopadhyay
    • Lyrics: Remade version of a "Rabindra Sangeet"

    Neel Digante song is sung by Shreya Ghoshal. This song is from the movie "Gotro". Music is composed by Anindya Chatterjee. Neel Digante Lyrics. Neel Digante Song Lyrics. Neel Digonte Lyrics. Nil Digonte Lyrics. Neel Digante Song Lyrics By Shreya Ghoshal.

    নীল দিগন্তে গানটি হল গোত্র সিনেমার গান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটির সুরকার হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। নীল দিগন্তে গানের লিরিক্স।

    Neel Digante Lyrics in Bengali:


    কিছু স্বপ্ন, কিছু মেঘলা ।
    কিছু বই টই ধুলো লাগা ।
    কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে ।
    এ বসন্ত, জেগে থাকা ।

    মম চিত্তে, পাশ ফিরতে
    আজ পলাশ ফুলের কাব্য ।
    নিতি নিত্যে হয়ে চিত্তে
    শুধু তোমার কথায় ভাববো ।

    আজ হাওয়া বেপরোয়া
    দিলো সন্ধ্যে পথের ঝাঁপ ।
    এই বিকেল আর বেল ফুল,
    হৃদ মাঝারে থাক ।

    নীল দিগন্তে,
    ঐ ফুলের আগুন লাগলো ।
    লাগলো...নীল দিগন্তে ।
    বসন্তে,
    সৌরভের শিখা জাগলো ।
    বসন্তে...নীল দিগন্তে ।

    দিগন্তে সুরের আগুন,
    জ্বলছে অবুঝ ফাগুন ।
    করছে কি ভয়টয়,
    মন হলে নয়ছয়;
    পাতা ঝড়ার মরসুম ।

    আজ হাওয়া বেপরোয়া
    দিলো সন্ধ্যে পথের ঝাঁপ ।
    এই বিকেল আর বেল ফুল,
    হৃদ মাঝারে থাক ।

    নীল দিগন্তে,
    ঐ ফুলের আগুন লাগলো ।
    লাগলো...নীল দিগন্তে ।
    বসন্তে,
    সৌরভের শিখা জাগলো ।
    বসন্তে...নীল দিগন্তে ।

    কিছু স্বপ্ন, কিছু মেঘলা ।
    চোখে চোখ রাখা এক রত্তি ।
    কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে ।
    মনে ইতিউতি তিন সত্যি ।

    তার সঙ্গে, বিভঙ্গে
    দেখি কি হয়, ভালো মন্দ্যি
    গঙ্গে, সে তরঙ্গে
    এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে ।

    আজ হাওয়া বেপরোয়া
    দিলো সন্ধ্যে পথের ঝাঁপ ।
    এই বিকেল আর বেল ফুল,
    হৃদ মাঝারে থাক ।

    নীল দিগন্তে,
    ঐ ফুলের আগুন লাগলো ।
    লাগলো...নীল দিগন্তে ।
    বসন্তে,
    সৌরভের শিখা জাগলো ।
    বসন্তে...নীল দিগন্তে ।


    নীল দিগন্তে লিরিক্স:


    Kichu swopno, kichu meghla
    Kichu boitoi dhulo laga.
    Kichu ichhe sara dichhe
    E bosonto jege thaka.

    Momo chitte, pash phirte
    Aaj polash phool er kabbyo.
    Niti nitye hoy chitte
    Shudhu tomar kothay bhabbo.

    Aaj hawa beporoa
    Dilo sondhye pother jhanp.
    Ei bikel arr bel phool
    Hrid majhare thak.

    Neel Digante
    Oi phool er agun laglo.
    Laglo...neel Digante.
    Bosonte,
    Sourav er shikha jaglo.
    Bosonte...Neel Digante.