Ki Maya Lagaili Lyrics Samz Vai
Song: Ki Maya LagailiSinger: Samz Vai
Music: Ankur Mahamud
Lyrics: Samz Vai
Starring: Asad Adnan & Ontora
Label: Eagle Music
Ki Maya Lagaili song is sung by Samz Vai. Music has been composed by Ankur Mahamud. The lyrics was penned by Samz Vai.
Ki Maya Lagaili Lyrics in Bengali:
এই ক্লান্ত দুপুরে,
তোরে খুব মনে পড়ে ।
কেন জানি অযথাই,
চোখের পানি ঝড়ে ।
মিছে মায়ার এ ভুবনে,
হায়, কেউ কারোর নয় ।
দিন শেষে চলে যায়,
যে যার ঘরে ।
কি মায়া লাগাইলি মোরে ।
বাঁধলি কোন প্রেমের ডোরে ।
কেন তোরে ভুলতে পারিনা ।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে ।
তোরই স্মৃতি মোছা তো যায়না ।
তিলেতিলে যাচ্ছে পুড়ে হৃদয় ।
ওরে, দেখে না কেউ এসে ।
আমি জানি তা
কি হবে এমন, এতটা ভালোবেসে ।
ওরে, জানিতাম যদি উড়ে যাবি,
মনের শিকল ছিঁড়িয়া ।
আদর, সোহাগ দিয়া তোরে
রাখিতাম বাঁধিয়া ।
কি মায়া লাগাইলি মোরে ।
বাঁধলি কোন প্রেমের ডোরে ।
কেন তোরে ভুলতে পারিনা ।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে ।
তোরই স্মৃতি মোছা তো যায়না ।