Ektu Ghor Chara Lyrics Minar Rahman
Song: Ektu Ghor CharaDrama: Dream Girl
Singer: Minar Rahman
Music: Musfiq Litu
Lyrics: Sharif Al-Din
Label: Soundtek
Ektu Ghor Chara song is sung by Minar Rahman. Music has composed by Musfiq Litu. Lyrics was penned by Sharif Al-Din.
Ektu Ghor Chara Lyrics in Bengali:
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া ।
শালিক চড়া দুপুর বেলা,
ভাসাবো আজ প্রেমের ভেলা ।
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল ।
তুমি, ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল ।
কত কথা জমিয়ে রাখি,
তোমায় বলবো বলে ।
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি,
শান্ত দীঘির জলে ।
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে,
তোমায় দেখি রোজ ।
তোমার মাঝে বারেবার,
হতে চাই নিখোঁজ ।
শালিক চড়া দুপুর বেলা,
ভাসাবো আজ প্রেমের ভেলা ।
মনের মাঝে ভালোবাসা,
পড়ছে হুলস্থুল ।
তুমি, ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল ।
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া ।
একটু ঘর ছাড়া লিরিক্স মিনার রহমান:
Ektu agei tumi eley,
Keno jabar tara?!
Ektu agei tumi eley,
Keno jabar tara?!
Aaj na hoy thaki dujon,
Ektu ghor chara.
Shalik chora dupur bela,
Bhasabo aaj premer bhela.
Moner majhe bhalobasa,
Korche hulusthul.
Tumi ichhe holei dhorte paro,
Amar haater angul.