Ektu Ghor Chara Lyrics Minar Rahman
Song: Ektu Ghor CharaDrama: Dream Girl
Singer: Minar Rahman
Music: Musfiq Litu
Lyrics: Sharif Al-Din
Label: Soundtek
Ektu Ghor Chara song is sung by Minar Rahman. Music has composed by Musfiq Litu. Lyrics was penned by Sharif Al-Din.
Ektu Ghor Chara Lyrics in Bengali:
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া ।
শালিক চড়া দুপুর বেলা,
ভাসাবো আজ প্রেমের ভেলা ।
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল ।
তুমি, ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল ।
কত কথা জমিয়ে রাখি,
তোমায় বলবো বলে ।
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি,
শান্ত দীঘির জলে ।
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে,
তোমায় দেখি রোজ ।
তোমার মাঝে বারেবার,
হতে চাই নিখোঁজ ।
শালিক চড়া দুপুর বেলা,
ভাসাবো আজ প্রেমের ভেলা ।
মনের মাঝে ভালোবাসা,
পড়ছে হুলস্থুল ।
তুমি, ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল ।
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
একটু আগেই তুমি এলে,
কেন যাবার তাড়া?!
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া ।
একটু ঘর ছাড়া লিরিক্স মিনার রহমান:
Ektu agei tumi eley,
Keno jabar tara?!
Ektu agei tumi eley,
Keno jabar tara?!