Bhalobasar Shopno Lyrics Habib Wahid

Bhalobasar Shopno Lyrics Habib Wahid

Song: Bhalobasar Shopno
Singer: Habib Wahid
Music: Habib Wahid
Lyrics: Shafiq Tuhin
Cast: Tawshif Mahbub, Sabila Nur
Label: G Series

Bhalobasar Shopno song is sung by Habib Wahid. The music has been composed by Habib. Lyrics was penned by Shafiq Tuhin.

Bhalobasar Shopno Lyrics in Bengali:


প্রিয়তমা তুমি ছাড়া,
আমার প্রিয় আর
বলো কে আছে?
ভালোবাসার স্বপ্ন নিয়ে
চলেছে এ মন,
তোমারই কাছে ।

মন যেন মনেরই আলিঙ্গনে
তোমাকে ছুঁয়ে যায় আনমনে ।
যেন তোমার আমার,
হৃদয় বাধা অনুভবে;
একই কথার, একই সুরে
একই আলাপনে ।

প্রিয়তমা তুমি ছাড়া,
আমার প্রিয় আর
বলো কে আছে?
ভালোবাসার স্বপ্ন নিয়ে
চলেছে এ মন,
তোমারই কাছে ।

সুখ যেন মুখরিত গুঞ্জনে,
তোমাকে পেতে চায় নির্জনে ।
যেন পাখির ডানায় উড়ে উড়ে,
ঘুরে ঘুরে, তোমায় নিয়ে যাবো দূরে
মন চাই যেখানে ।

ভালোবাসার স্বপ্ন লিরিক্স:


Priyotoma, tumi chhara,
Amar priyo arr
Bolo ke achhe?
Bhalobasar Shopno niye
Cholechhe ei mon
Tomari kachhe.

Mon jeno moneri alingone
Tomake chunye jai anmone.
Jeno tomar amar,
Hridoy badha onubhobe.
Eki kothar eki surey
Eki alapone.
326404665953066090

TRENDING NOW

326404665953066090