Baundule Lyrics

Baundule Lyrics Shaan Arko

Song: Baundule
Singers: Shaan, Arko
Music: Arko
Lyrics: Arko
Label: SVF Music

Baundule song has been performed by singer Shaan and Arko in "Oriplast Originals". Music has been composed by Arko.

Baundule Lyrics in Bengali:


দূরের পথের কথা কে জানে ।
বাউল মনের ব্যথা কে জানে ।
দূরের পথের কথা কে জানে ।
বাউল মনের ব্যথা কে জানে ।

আমার স্বপনে, তোমার নয়নে
যাচ্ছি শুধু ঘুরে ।
সব ব্যস্ত কবি গুলো যাচ্ছে চলে,
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে ।
জলজ্যান্ত ছবিগুলো যাচ্ছে গলে,
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে ।

বাউন্ডুলে, আমি বাউন্ডুলে...

তোমার আমার মধ্যে শুধু
এতটুকুই ব্যবধান ।
আমার বাড়ি স্বর্গ মর্ত্য,
তোমার বাড়ি তীর্থস্থান ।
তোমার দুপুরে, আমার শহরে
যাচ্ছি শুধু পুড়ে পুড়ে ।
তোমার দুপুরে, আমার শহরে
যাচ্ছি শুধু পুড়ে ।

কত নৌকাডুবি হয় অল্প জলে,
আমি বাউন্ডুলে, বাউন্ডুলে ।
কত বিপ্লবীরা ঢোকে দস্যুদলে,
আমি বাউন্ডুলে, বাউন্ডুলে ।

বাউন্ডুলে, আমি বাউন্ডুলে...

সোজা কথার উল্টো মানে,
মিথ্যে কথার বেশী দাম ।
তুমি বোদ্ধা, আমি মূর্খ
সত্যিতে সব হারালাম ।

ইচ্ছের পার থেকে হৃদয় সাগরে,
যাচ্ছি ভেসে দূরে দূরে ।
ইচ্ছের পার থেকে হৃদয় সাগরে,
যাচ্ছি ভেসে দূরে ।
কেউ নৈতিকতার নামে রক্ত গেলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে।
কারোর প্রাসাদ ভাসে, তারই অশ্রুজলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে ।

বাউন্ডুলে লিরিক্স:


Durer pother kotha ke jane.
Baul moner byatha ke jane.

Amar swopone, tomar noyone
Jachhi shudhu ghure.
Sob byasto kobigulo jachhe chole,
Ami baundule, ami baundule.
Joljyanto chhobi gulo jachhe gole,
Ami baundule, ami baundule.
326404665953066090

TRENDING NOW

326404665953066090