Vorer Voirobi Lyrics Mahtim Shakib
Song: Vorer VoirobiSinger: Mahtim Shakib
Lyrics: Vashkar Abedin
Music: Naved Parvez
Drama: Dekha Hobe Ki
Cast: Apurba & Tanjin Tisha
Label: CD Choice
Vorer Voirobi song is sung by Mahtim Shakib. Lyrics is written by Vashkar Abedin.
Vorer Voirobi Lyrics in Bengali:
সুন্দর দুজন মগ্ন হয়ে
ভোরের ভৈরবী ।
জল ছলছল রোদ্দুর রাঙা
সেই ছবি ।
কথায় কথায় তুলির টানে
আঁকবো রঙিন স্মৃতি ।
আজানের মাঝে আলোয় ঘিরে
নীরব জোনাকি ।
স্বপ্ন কি আর সময়,
নেমে আসে ।
চোখ বুজতেই চোখের
সামনে ভাসে ।
স্বপ্ন বনে ছড়িয়ে এবার দেখবো
স্বপ্ন কেমন, জীবন ভালোবাসে ।
দুজনার পথ, কেমন দেখো
এক হয়ে যায় ।
একই স্বপ্নে, একই গল্পে
একই তৃষ্ণায় ।
বাঁধলো কি তবে আমাদের আজ
এই নিয়তি ।
আজানের মাঝে আলোয় ঘিরে
নীরব জোনাকি ।
স্বপ্ন কি আর সময়,
নেমে আসে ।
চোখ বুজতেই চোখের
সামনে ভাসে ।
স্বপ্ন বনে ছড়িয়ে এবার দেখবো
স্বপ্ন কেমন, জীবন ভালোবাসে ।
ভোরের ভৈরবী গানের কথা:
Sundor dujon mogno hoye
Vorer Voirobi.
Jol cholchol roddur ranga
Sei chobi.
Kothay kothay tulir tane
Ankbo rongin smriti.
Aajaner majhe aaloy ghire
Nirob jonaki.
Swopno ki arr somoy,
Neme asey.
Chokh bujhtei chokher
Samne bhase.
Swopno bone choriye ebar dekhbo
Swopno kemon jibon bhalobase.