Tumi Nei Lyrics Koushik Chakraborty
Song: Tumi nei
Singer: Koushik Chakraborty
Music & Lyrics: Koushik Chakraborty
Album: Ebong Koushik
Performed By: Koushik O Nagar Sankirtan
Singer: Koushik Chakraborty
Music & Lyrics: Koushik Chakraborty
Album: Ebong Koushik
Performed By: Koushik O Nagar Sankirtan
Tumi Nei song is performed by Koushik O Nagar Sankirtan. Music is composed by Koushik Chakraborty.
Tumi Nei Lyrics in Bengali Ebong Koushik:
তোমার গানে, সুখ লাগলো প্রাণে ।
চোখে চোখে, না বলা কত কথা ।
এই সুরে তাই, সুখ খুঁজে পাই-
হাসি কান্না ভেজা অভিমানে ।
গল্প কত, আজও হয়নি শোনা,
অগোছালো যত শব্দের মিছিলে ।
হাজার বছর এ পৃথিবীর বুকে,
কত পথ তুমি হেঁটেছিলে ।
কত সুখ, কত প্রাণ
কত কান্না, অভিমান ।
আমি গাইবো তোমার এই গান ।
কত স্মৃতি, বিস্মৃতি জুড়ে
তোমার আছে খবর ।
তুমি নেই, তবু আছে এই গান ।
রাত পোহালে, শেষ হিসেব নিকেষ
শূণ্য খাঁচায় আছে পড়ে ।
বেহিসেবী একলা মন, উড়ে গেছে কখন
স্মৃতির সোনালী ধরে ।
যায় যদি যাক, ধুলো জমে থাক-
কত হাজার হাজার লেখা গানে ।
শব্দের মিছিলে, শেষ কবে হেঁটেছিলে
সে খবর কে বা রাখে । [2 বার]
কত স্মৃতি, বিস্মৃতি জুড়ে
তোমার আছে খবর ।
তুমি নেই, তবু আছে এই গান ।
Tomar gane, sukh laglo prane.
Chokhe chokhe, na bola koto kotha.
Ei surey tai, sukh khunje pai
Hasi kanna bheja obhimaane.
Golpo koto, aajo hoyni shona
Ogochalo joto shobder michile.
Hazar bochor e prithibir bukey
Koto poth tumi hentechiley.
Koto sukh, koto pran
Koto kanna, obhiman.
Ami gaibo tomar ei gaan.
Koto smriti, bismriti jurey
Tomar ache khobor.
Tumi nei, tobu ache ei gaan.