Tor Oi Shohorey Lyrics Vikings

Tor Oi Shohorey Lyrics Vikings

Song: Tor Oi Shohorey
Album: Boyosh Jokhon Ekush
Singer: Vikings

Tor Oi Shohorey song is from the album "Boyosh Jokhon Ekush". This song is performed by Vikings.

Tor Oi Shohorey Lyrics in Bengali:


তুই আমি যত গল্প,
যদি বাকি থাকে তার অল্প;
আমি এঁকে নেবো এ শহর দেয়ালে ।
অভিমান, চাপা কান্না ।
হয়েছে থাক, আর না
আমি মেখে নেবো ভেজা কপালে ।

তোর ঐ শহরে,
কখনো কাঠফাটা রোদ্দুর জড়ালে ।
তোর ঐ চাদরে,
মাখানো আদরে দু'হাত বাড়ালে ।

আমি পুড়বো না আর,
ভেজাবো না এ মন পোড়ানলে ।
আমি ফিরবো না আর,
ভাসাবো না এ মন তোর মনে ।
আমি কাঁদবো না আর,
রাঙাবো না দু'চোখ নুনজলে ।

তোর ঐ শহরে...

ক্ষয়ে ক্ষয়ে জমা ক্লান্তি,
তার কতোটাই বা জানতি,
যা চেপেছি বুকের পাঁজরে ।
প্রতিদিন হারাবার ভয়,
হয়েছে থাক, আর নয়;
আমি সয়ে নেবো নিজের আড়ালে ।

তোর ঐ শহরে,
কখনো কাঠফাটা রোদ্দুর জড়ালে ।
তোর ঐ চাদরে,
মাখানো আদরে দু'হাত বাড়ালে ।

আমি পুড়বো না আর,
ভেজাবো না এ মন পোড়ানলে ।
আমি ফিরবো না আর,
ভাসাবো না এ মন তোর মনে ।
আমি কাঁদবো না আর,
রাঙাবো না দু'চোখ নুনজলে ।

তোর ঐ শহরে...

অনাদরে বোবা ভাষা,
যদি দাঁড়ায়, শত আশায়;
ততোটা তুই, যতটা ছুঁই
কতোটা তোর গোপনে ।

তোর ঐ শহরে গানের কথা:


Tui ami joto golpo
Jodi baki thake tar olpo
Ami enke nebo e shohor dewale.
Obhiman, chapa kanna
Hoyeche thak, arr na.
Ami mekhe nebo bheja kopale.

Tor oi Shohorey
Kokhono kathfata rouddor jorale,
Tor oi chadore,
Makhone adorey du haat baraley.

Ami purbo na arr
Bhejabo na e mon poranoley.
Ami phirbo na arr,
Bhasabo na e mon, tor mone.
Ami kandbo na arr,
Rangabo na du chokh noonjoley.

Tor Oi Shohorey...



326404665953066090

TRENDING NOW

326404665953066090