Shobai Chup Lyrics Sahana Bajpaie

Shobai Chup Lyrics Sahana Bajpaie Konttho Movie

Song: Shobai Chup
Movie: Konttho
Singer: Sahana Bajpaie
Music: Prasen
Lyrics: Dipangshu Acharya

Shobai Chup or Sobai Chup song is sung by Sahana Bajpaie. Shobai Chup song is from the movie "Konttho". The music is composed by Prasen. Dipangshu Acharya wrote the Lyrics.

Shobai Chup Lyrics in Bengali:


আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সবাই চুপ ।
আমার কাঁধে রাখা, চিবুক মেঘে ঢাকা
এ মায়া কার আঁকা?! কি অপরূপ!!
সে খুব ভবঘুরে, সাজায় বহুদূরে 
আলেয়া জুড়ে জুড়ে, আলোর স্তুপ ।

আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, বাকিরা চুপ ।

যামিনী হল যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেতপাথর ।
যামিনী হল যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেতপাথর ।

বাতিল নীপবনে, কে কার কথা শোনে
তোমায় মনে মনে, পাঠাই ভোর ।
ঘুমের শিরা কেটে, বানানো শিলুয়েটে
নীরবে যায় হেঁটে, জোনাকি চোর ।

যামিনী হল যেই, কারোর দেখা নেই
এতো শীতল এই শ্বেতপাথর ।

আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সবাই চুপ ।
আমার হাঁটু জলে, স্মৃতিরা ভেসে চলে
জীবন কথা বলে, সময় চুপ ।

সবাই চুপ লিরিক্স সাহানা বাজপেয়ী:

Amar hantu jole, smritira bhese chole
Jibon kotha bole, shobai chup.
Amar kandhe rakha, chibuk meghe dhaka
E maya kar anka?! Ki oporup!!
Sey khub bhoboghure, sajay bohudurey
Aleya jure jure aalor stup.

Amar hantu jole, smritira bhese chole
Jibon kotha bole, bakira chup.

Jamini holo jei, karor dekha nei
Eto shitol ei shwet pathor.

Baatil nipobone, ke kar kar kotha shone
Tomay mone mone pathay bhor.
Ghumer shira ketey, banano shiluate a
Nirobe jai hente, jonaki chor.

Jamini holo jei, karor dekha nei
Eto shitol ei shwet pathor.

Amar hantu jole, smritira bhese chole
Jibon kotha bole, sobai chup.
Amar hantu jole, smritira bhese chole
Jibon kotha bole, somoy chup.
326404665953066090

TRENDING NOW

326404665953066090