Shironame Tui Lyrics Mahtim Shakib

Shironame Tui Lyrics Mahtim Shakib

Song: Shironame Tui
Song: Mahtim Shakib
Lyrics: Omar Farook Bishal
Music: Nabid Salehin Niloy
Label: Soundtek

Shironame Tui song is sung by Mahtim Shakib. Music is composed by Nabid Salehin Niloy. Lyrics is written by Omar Farook Bishal.

Shironame Tui Lyrics in Bengali:


ধীরে ধীরে অল্পে, টুকটাক লেখা গল্পে ।
সাবলীল শব্দে হাসিস, শিরোনামে তুই ।
তোর নামে হয় জব্দ, যত না প্রেম শব্দ ।
লুকিয়ে খোঁজা তোরে অনুভবে ছুঁই ।

চারিদিকে দু'চোখ তোরে খোঁজে ।
বোঝেনা আর কিছুই ।
চেতনার ষোলোআনাতে,
তোর আনাগোনা শুধুই ।
আনাগোনা শুধুই ।
তোর আনাগোনা শুধুই ।

কিছু ইচ্ছে, পিছু নিচ্ছে
করছে তাড়া সদা ।
প্রেম মিছিলে, তোকে চাই সর্বদা ।

বলছি যেমন, চলছে তেমন
তোরই প্রেম পথে ।
জানবে চুপি, মানবে খুবই
চাইছি তোরই হতে ।
তোর নামে হয় জব্দ, যত না প্রেম শব্দ ।
লুকিয়ে খোঁজা তোরে অনুভবে ছুঁই ।

শিরোনামে তুই লিরিক্স:

Dhire dhire olpe, tuktak lekha golpe
Sabolil shobde hasis, Shironame Tui.
Tor name hoy jobdo, jotona prem shobdo.
Lukiye khonja tore onubhobe chui.

Charidike duchokh tore khonje
Bojhena arr kichui.
Chetonar solo aanate,
Tor anagona shudhui.
Anagona shudhui.
Tor anagona shudhui.

Kichu ichhe, pichu nichhe
Korche tara soda.
Prem michile toke chai sorboda.

Bolchi jemon, cholche temon
Tori prem pothey.
Janbe chupi, manbe khubi
Chaichi tori hotey.



326404665953066090

TRENDING NOW

326404665953066090