Notun Porichoy Lyrics Network
Song: Notun PorichoyMovie: Network
Singer: Madhubanti Bagchi
Music: Aviraj Sen
Lyrics: Prantik & Piya
Cast: Saswata Banerjee, Sabyasachi Chakraborty, Rini Ghosh, Saayoni Ghosh & Others.
Notun Porichoy song is from the movie "Network". This song is sung by Madhubanti Bagchi. Music is composed by Aviraj sen & the lyrics is penned by Prantik & Piya.
Notun Porichoy Lyrics in Bengali:
শহর জুড়ে আজ অভিনয় ।
সময় থমকে থাক, অস্থির ।
কোণে ঠাসা পিঠ, ঘুরলে প্রলয় ।
নির্বাসনে থাকা মৌনতা ।
নিভে যায়, পুড়ে যায়
মনে থাকা বিস্ময় ।
সত্যি হোক, মিথ্যে সব
লেখা যত আছে জমা ।
নির্বাক হয়ে দেখি, ঘিরে
অন্ধকার যা ছিল ভুলে ।
হাতরে বেড়ায় খুঁজে
ধুলোমেশা অদৃশ্য ঝুলে ।
লুকোনো খামে চিঠি রাখা
নিঃসঙ্গ ভিড়ে,
দু'চোখে ঝাপসা হয়ে নতুন পরিচয় ।
স্বপ্ন ভাঙে যে, নিঃশব্দে পিছুটানে
একমুঠো আলোর কণা ভরে নেশায় ।
অনুভূতি, শরীরে চোরাস্রোতে আজ
মুছে ফেলে সব জড়তা ।
ছুঁয়ে যায়, জুড়ে যায়
স্মৃতি আঁকা প্রত্যয় ।
নিঃস্ব গল্প সব
মেঘে ঢাকা সামিয়ানা ।
নির্বাক হয়ে দেখি, ঘিরে
অন্ধকার যা ছিল ভুলে ।
হাতরে বেড়ায় খুঁজে
ধুলোমেশা অদৃশ্য ঝুলে ।
লুকোনো খামে চিঠি রাখা
নিঃসঙ্গ ভিড়ে,
দু'চোখে ঝাপসা হয়ে নতুন পরিচয় ।
Shohor jure aaj obhinoy
Somoy thomke thak, osthir.
Kone thasa pith, ghurle proloy.
Nirbasone thak mounota.
Nibhe jay, purey jay
Mone thaka bismoy.
Sottyi hok, mitthye sob
Lekha joto ache joma.
Nirbak hoye dekhi ghire
Ondhokar ja chilo bhule.
Hatre beray khunje
Dhulo mesha odrishyo jhuley.
Lukono khame chithi rakha
Nisongo bhirey.
Duchokh jhapsa hoye Notun Porichoy.