Michhrir Dana Lyrics Bibaho Obhijaan

    Michhrir Dana Lyrics Bibaho Obhijaan

    Song: Michhrir Dana
    Movie: Bibaho Obhijaan
    Singers: Shreya Ghosal & Jeet Gannguli
    Music: Jeet Gannguli
    Lyrics: Srijato
    Cast: Ankush Hazra Nusraat Faria, Rudranil Ghosh & others.
    Label: SVF Music

    Michhrir Dana song is from the movie "Bibaho Obhijaan". This song is sung by Shreya Ghosal & Jeet Gannguli. Music is composed by Jeet Gannguli and the lyrics is penned by Srijato. Puja Banerjee performed this dance song.

    Michhrir Dana Lyrics in Bengali:


    (যেথা খুশি যেও বাবু...
    আরে দিল ভেঙে চলে যেও না...
    এ দিল যে বড়ই বেকাবু...
    তাকে ফিরে চেওনা ।)

    কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
    নগর পাড়ার সাঁইয়ো না ।
    পাশ পাড়াতে সতীন আছে,
    পান দিলে পান খাইয়ো না ।
    পান দিলে পান খাইয়ো না ।
    পাশ পাড়াতে সতীন আছে,
    পান দিলে পান খাইয়ো না ।

    ও ভাদু, লে লে লে
    পয়সা দু'আনা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।

    এই রাত জ্বলে খা, মিছরি গুলে খা
    ঠোঁটে লেগে থাক মিঠা ।
    অ্যাডাল্ট রজনী, মদ দে সজনী
    ডাকিস আমায় সেনোরিটা ।

    আজ মন খালি সে, থাক পাশবালিশে
    বাসরে জেগেছে বর-ও ।
    আঙুর না পেলে, মন দাও আপেলে
    কিছুতো এবার করো ।

    কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
    নগর পাড়ার সাঁইয়ো না ।
    পাশ পাড়াতে সতীন আছে,
    পান দিলে পান খাইয়ো না ।
    পান দিলে পান খাইয়ো না ।
    পাশ পাড়াতে সতীন আছে,
    পান দিলে পান খাইয়ো না ।

    ও ভাদু, লে লে লে
    পয়সা দু'আনা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।
    তু কিনে খাবি মিছরির দানা ।

    Kumor Parar Saiyon bhadu
    Nogor parar sayon na.
    Pash parate sotin ache
    Paan diley paan khaiyo na.
    Paan diley paan khaiyo na.

    O bhadu le le le
    Poisa du aana.
    Tu kine khabi michhrir dana.
    Tu kine khabi michhrir dana.

    Ei raat jwole kha, michhri guley kha
    Thonte legey thak mitha.
    Adult rojoni, maud dey sojoni
    Dakis amay senorita.

    Aaj mon khali sey, thak pash balishe
    Basore jegeche bor oh.
    Angur na peley, mon dao apple a
    Kichuto ebar koro.