Kotha Lyrics Arman Alif

Kotha Lyrics Arman Alif

Song: Kotha
Singer: Arman Alif
Lyrics & Tune: Arman Alif
Label: Agniveena

Kotha song is sung & composed by Arman Alif. He also wrote the lyrics. Kotha song was released on the occasion of Eid.

Kotha lyrics in Bengali Arman Alif:


একটা অন্ধকার ঘরে,
পাগলটা কেমন করে ।
চারটা দেওয়ালই কালো,
তাই আঁকা যায়না তারে ।

দেওয়াল জুড়ে যত,
রক্তের ছড়াছড়ি ।
আমার একলা থাকা রাতে,
সেগুলো চোখে ধরে ভারি ।

ছেলেটা হাসবে আবার কবে?!
কবে একটা অন্য সকাল হবে ।
আবার গান লিখবে কখন?
সেই গান শোনাবে কারে?

সময় হলে যাবে বলে,
আগেই সেজেছিলে ।
ইচ্ছে মতো উড়বে বলে,
সাদা অথবা নীলে ।

আমার আকাশ আজও কালো,
আগেও যেমন ছিল ।
তাই নিয়ে থাকবো ভালো,
তোমায় দিয়ে আলো ।

(আমার মধ্যে থাকা অনেক কথার একটু...তখন গিটারটার যত্ন ছিল খুব । কত রাগ, কত গান!! এখন আর গিটারের তারগুলো বদলানো হয়না । টিউনিং এর যে অ্যাপস টা, সেটাও তেমন কাজে লাগে না । এখন তার স্কুলে যাওয়ার রাস্তাটায়, অপেক্ষাও হয়না, তাকে একটু দেখবো বলে । কত দিন!! সে-ও আর আগের মতো এদিক সেদিক চোখ ফেরায় না, পুরান মানুষটারে দেখবে বলে । তখন ওর আমি কেন্দ্রিক চিন্তা ভাবনা গুলো, ওর স্কুলের রেজাল্ট টাকেও খারাপ করে দিতো । এখন আর রেজাল্ট খারাপের ভয়টাও নেই । রেজাল্ট ভালো হওয়াই ভালো । আমার প্রথম বারের যে বাইকটা- তার ব্যাকসিটে কেবল তাকেই প্রথম বসিয়ে সারা শহর ঘুরাতে হবেই । সে কতো বায়না । এখন কেউ আর শহর ঘুরে বেড়ানোর বায়না করে না । কেউ বলে না, তোমার সাথে থাকতেই ভালো লাগছে । থাকি না আর একটু!! )

সে কি তবে স্বপ্ন হয়ে গেল!!
হয়তো নতুন ঘরেই বেশি আলো ।
আমি না হয় আরও অবাক হবো ।
এতদিন ধরে, ভেবে ভেবে যত কথা
সেগুলো গল্প হয়ে গেল ।
রূপকথার গল্পের মতো হল ।

সময় হলে যাবে বলে,
আগেই সেজেছিলে ।
ইচ্ছে মতো উড়বে বলে,
সাদা অথবা নীলে ।

আমার আকাশ আজও কালো,
আগেও যেমন ছিল ।
তাই নিয়ে থাকবো ভালো,
তোমায় দিয়ে আলো ।

Ekta ondhokar ghore
Pagolta kemon kore
Charta dewal e kaalo
Tai anka jaina tare.

Dewal jure joto
Rokter chorachori
Amar ekla thaka raate
Segulo chokhe dhore bhari.

Cheleta hasbe abar kobe
Kobe ekta onnyo sokal hobe
Abar gasn likhbe kokhon
Sei gaan shonabe kare.

Somoy holey jabe bole
Agei sejey chiley.
Ichhe moto urbey bole
Saada othoba neel a



326404665953066090

TRENDING NOW

326404665953066090