Ki Hole Ki Hoto Lyrics

Ki Hole Ki Hoto Lyrics Arnob

Song: Ki hole ki hoto
Singer: Arnob
Back Vocal: Sunidhi Nayak
Lyrics, Tune & Music: Pradyut Chatterjee
Starring: Arnob, Mithila, Indrashis Roy & Anindya Chatterjee

Ki Hole Ki Hoto song is sung by Arnob. Music, Lyrics credited to Pradyut Chatterjee.


Ki Hole Ki Hoto Lyrics in Bengali:


কি পেলে কি ভালো হতো, ভেবোনা
যা পেয়েছো, তাই বা ক'জন পায়, বলোনা ।
কি হলে কি হতো ভালো, ভেবোনা
যা হচ্ছে ভালো, বেশি কি আর চাও বলোনা ।
বরং কোলাহলে, মনোবলে
নিজেকে লুকিয়ে রেখে ভাসিয়ে দাও বাতাসে ।
যদি ফুরায় তোমার হাসি, বোলো তবে দিয়ে আসি
পুঞ্জ মেঘ আকাশে ।
তুমি সকাতরে কাঁদিলেও, পাবেনা সে ভালোবাসা
যদি হারাও নিজেকে ।
বরং খোলামনে, নির্জনে বসিয়া গোপন কথা
ভাসিয়ে দাও বাতাসে ।

কে মনে কে আসে তোমার
দেখোনা মুখ,
না হয় আমিও নাই বা হই
কেউ তো আসে বলোনা ।
কে শোনে কে কথা তোমার, বলোনা
কোথাও কেউ তো আছে ঠিক,
আমার মতোই দেখোনা ।

সে থাকে কুঞ্জ বনেতে একা
তারে তুমি পাবে দেখা, রূপকথার আড়ালে ।
হৃদয় দ্বারে যদি ঝোলে তালা
বোঝো তবে অবহেলা, বৃথাই হাত বাড়ালে ।

হঠাৎ নিশিরাত ভুলিয়াকি
মনো যায় খুলিয়াকি, চাহিয়াছো কারো পানে
বরং পেতে পারো অনুভবে
আমি রবো তুমি রবে, হোকনা মনে মনে

কি পেলে কি ভালো হতো, ভেবোনা
যা পেয়েছো, তাই বা ক'জন পায়, বলোনা ।



Ki pele ki bhalo hoto, bhebona
Ja peyecho, tai ba kojon pai, bolona.
Ki hole ki hoto bhalo, bhebona
Ja hochhe bhalo, beshi ki arr chaw bolona.
Borong kolahole monobole
Nijeke lukiye rekhe bhasiye dao batase.
Jodi furai tomar hasi, bolo tobe diye asi
Punjo megh akashe.
Tumi sokatore kandileo, pabena sey bhalobasa
Jodi harao nijeke.
Borong kholamone nirjone bosia gopon kotha
Bhasiye dao batase.





326404665953066090

TRENDING NOW

326404665953066090