Keu Nei Lyrics Santanu Dey Sarkar
Song: Keu NeiSinger: Santanu Dey Sarkar
Music: Babin
Lyrics: Sarbendu Shekhar Dutta
Keu Nei song is sung by Santanu Dey Sarkar. Music is composed by Babin. The lyrics is penned by Sarbendu.
Keu Nei Lyrics in Bengali:
স্বপ্ন দেখা আঁখি, হৃদয়ের অনুভূতি
তোমারই আকাশ ছুঁতে চায়-
জমানো সুখের ঠিকানায় ।
জোনাকি হয়ে রই, চাঁদকে পাবো বলেই ।
ছুঁয়ে দে আমাকে ইশারায় ।
ভেসে দেখ আমার কল্পনায়,
কি আবেগে মন, তোকে শুধু চাই ।
কেউ নেই, তুই ছাড়া মনে কেউ নেই ।
কেউ নেই, আজ আর পাশে কেউ নেই ।
ছলনা কি প্রয়োজনে?
প্রতারনা কি কারণে?
উত্তর আজও মেলেনি ।
এ বুকে আগুন নেভেনি ।
আঁধারে ডুবে রই ।
বেদনা একাকী সই ।
ছুঁয়ে দে আমাকে ইশারায় ।
ভেসে দেখ আমার কল্পনায়,
কি আবেগে মন, তোকে শুধু চাই ।
কেউ নেই, আজ আর পাশে কেউ নেই ।
কেউ নেই গানের লিরিক্স:
Swopno dekha aankhi,
Hridoyer onubhuti.
Tomari akash chunte chai.
Jomano sukher thikanay.
Jonaki hoye roi,
Chandke pabo bolei.
Chunye dey amake isharay.
Bhesey daykh amar kolponay.
Ki abegey mon,
Toke shudhu chai.
Keu nei,
Tui chara mone keu nei.
Keu nei,
Aaj arr pashe keu nei.
Chholona ki proyojone?
Protarona ki karone?
Uttor aajo meleni.
E bukey agun nebheni.
Andhare dubey roy,
Bedona ekaki soy.