Hridoy Bhangbar Gaan Lyrics Fossils
Song: Hridoy Bhangbar GaanBand: Fossils
Music: Rupam Islam
Lyrics: Rupam Islam
Hridoy Bhangbar Gaan is performed by Fossils band. Music is composed by Rupam Islam. He also wrote the lyrics.
Hridoy Bhangbar Gaan Lyrics in Bengali:
ভাঙে সাগরের ঢেউ জোয়ারে, সীমানা পাড়ের ।
বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরোনো প্রবাদ আর মন ।
ভেঙে যায় এক ধাক্কায়, যখন সময় শেষ হয় ।
জেগে যায় শেষ ঘুম ভরা ভালোবাসা জমাট স্বপন ।
ভেঙে যাক,
ধ্বংসস্তূপে এক নতুন প্রজন্মের জন্ম হবে বলে ।
গাওয়া যাক,
আজ হৃদয় ভাঙবার গান ।
একলা ঘরের কোণে আঁধারে স্বপ্ন দেখার-
নেই আজ তার কোনো প্রয়োজন, তাই শোন ।
ভেঙে ফেল এক কাপ চা-র রোজ রোজ রোজনামচা ।
দৈনিক পত্রিকা বাবা বাছা করে পোষা কালচার ।
ভেঙে যাক,
স্পর্শ করতেই প্রচন্ড শব্দে শো-কেসের সব কাচ ।
গাওয়া যাক,
আজ হৃদয় ভাঙবার গান ।
কল্পনা আজ ফের মেলে দেয় ডানা আকাশে ।
স্বপ্নকে ভালোবাসি না, কল্পনাকে ভালোবাসি ।
কল্পনা হেসে, হাত ধরে নিয়ে যাক ফের আমাকে ।
কল্পনা ছিঁড়ে দিক এই বাস্তবের কাঁটাতার ।
ভেঙে যাক,
মনে পুষে রাখা পবিত্র স্বপ্নের কঙ্কাল ।
গাওয়া যাক,
আজ হৃদয় ভাঙবার গান ।
Bhange sagorer dhew joware, simana parer.
Baaliari bandh bhange purono probad arr mon.
Bhenge jay ek dhakkai, jokhon somoy shesh hoy.
Jegey jai shesh ghum bhora bhalobasa jomat swopon.
Bhenge jak,
Dhongsostupey ek notun projonmer jonmo hobe bole.
Gawa jak,
Aaj Hridoy Bhangbar Gaan.
Ekla ghorer kone andhare swopno dekhar
Nei aaj tar kono proyojon, tai shon.
Bhenge fel ek cup cha-r roj roj rojnamcha.
Doinik potrika baba bacha kore posha culture
Bhenge jak,
Sporsho kortei prochondo shobde showcase er sob kanch.
Gawa jak,
Aaj Hridoy Bhangbar Gaan.