Bibaho Obhijaan Title Track Lyrics
Song: Title Track
Singers: Debraj Bhattacharya, Anirban Bhattacharya
Music: Jeet Gannguli
Lyrics: Srijato Bandyopadhyay
Cast: Ankush Hazra, Nusraat Faria, Rudranil Ghosh, Sohini Sarkar & Others.
Label: SVF Music
Bibaho Obhijaan Title Track is sung by Debraj Bhattacharya and Anirban Bhattacharya. The music is composed by Jeet Gannguli. Lyrics is penned by Srijato.
Bibaho Obhijaan song lyrics in Bengali:
সানাই বাজাও জামাই সাজাও
কনের মুকুট খোলো মেরি জান ।
থাকবে কে আর, কুইন সে আর
জুটি ছাড়া সবাই সরে যান ।
সিন সিনাটি বুবলা বুথে
চাইছি বন্ধু, তোমায় ছুঁতে
পুরুত মশায় ফুরুৎ হলেই স্নান ।
পড়লো বগা কেমন ফাঁদে
ভোগে গেল সানডে মনডে
মশা মারতে দেগেছি কামান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।
তরবর তরবর আর পারিনা ।
ও মাইরি আর পারিনা, জান ।
তরবর নাটক স্যর করিনা
এ জীবন স্যর করিনা ।
বুবর বুবর স্যর করিন, জান ।
আরে হানিমুনে গেলে,
কে রে পাবে ছেলে ।
কত চালে হবে কত ধান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।
জবরদখল বাবা সকল
সেকেন্ড ইনিংস শুরু
মেরি জান ।
জমজমাটি শীতলপাটি
দেখলে হবে গুরু
মেরি জান ।
সব লুডোর এই ছক্কা পুটে
চাইছি বন্ধু তোমায় ছুঁতে
সিনেমাতে হিরো যেমন চান ।
লাভলি ম্যারেজ, গ্যারেজ ডিপো
জলিং পেঁপে কলিং টিপো
আল্টিমেটলি হবি কিছু ফান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।