Bhokatta Premer Ghuri Lyrics
Song: Bhokatta Premer GhuriMovie: Bhokatta
Singers: Suday Sarkar, Aritra Banerjee, Bishakh Jyoti
Music: Baidyanath Dash
Lyrics: Priyo Chattopadhyay
Cast: Om, Elina, Sagnik & Others
Bhokatta Premer Ghuri song is from the movie "Bhokatta". This song is composed by Baidyanath Dash. Lyrics is penned by Priyo Chattopadhyay.
Bhokatta Premer Ghuri Lyrics in Bengali:
সিংগেল বউ টেনশন রে,
ডবল বউ ঝামেলা ।
বউ ছাড়া এই লাইফটা গুরু,
শুকনো কাঁচা কলা ।
ছুকছুকানি ক্যারেক্টারে,
যায়না স্বভাব বিয়ের পরে ।
কেলো হবে যদি ধরা পড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
ও, ওয়াইফ হল ওয়াইফাই রে,
পাশওয়ার্ড ভুলে গেলেই
কেস হবে জন্ডিস ।
আর স্মার্টফোনে চ্যাটিং, ডেটিং
গার্লফ্রেন্ডের সাথে ।
বউ এর হাতে ফোনটা গেলে,
ঝাড় আছে রাতে ।
কার কপালে খালি বাটি,
কেউ বা সেঁকে ডবল রুটি ।
যত খুশি খাও চেঁটে চচ্চড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
আরে বিয়ে মানে দিল্লি কা লাড্ডু,
বুঝে শুনে খাবি ।
না যদি খাস, পাবি রে পাশঝানি পস্তাবি ।
আরে বছর যেতেই, প্রেমের পাখি
পালায় ফুরুৎ করে ।
বউ যখনই মা হয়ে যায়,
ঘুমাই ওপাশ ফিরে ।
খিটখিটানি খবরদারি,
যতই করুক, তবুও নারী ।
বউয়ের সাথে বাড়াবাড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
ভোকাট্টা প্রেমের ঘুড়ি ।
Single bou tension re,
Double bou jhamela.
Bou chara ei life ta guru,
Shukno kancha kola.
Chukchukani character a,
Jayna swobhab biyer pore.
Kelo hobe jodi dhora pori.
Bhokatta Premer Ghuri.
Bhokatta Premer Ghuri.
Wife holo wifi re,
Password bhule gelei
Case hobe jaundice.
Arr Smartphone a chatting, dating
Girlfriend er sathe.
Bou er er haate phone ta gele
Jhar ache raat a.
Kar kopale khali bati,
Kew ba senke double ruti.
Joto khusi khaw chente chochhori.
Bhokatta Premer Ghuri.
Bhokatta Premer Ghuri.