Bhaiya Lyrics Ankur Mahamud

Bhaiya Lyrics Ankur Mahamud

Song: Bhaiya
Drama: Bhaiya
Singer: Ankur Mahamud
Lyrics, Tune & Music: Ankur Mahamud
Cast: Afran Nisho & Mehazabien Chowdhury 
Label: Eagle Music

Bhaiya song is sung, composed & written by Ankur Mahamud. This song is from the drama "Bhaiya".

Bhaiya Song Lyrics in Bengali:


আগলে, সামলে রেখেছি তোকে,
আর কিছু চাই কিনা বল ।
আদরে, সোহাগে মাখিয়ে চাদর,
স্বপ্নে পাল ওড়ায় চল ।
তোর ঘুমপাড়ানি গানের শেষে,
নিষ্পাপ, মায়াভরা মুখ ।
আমি থাকবো জেগে, তুই উঠবি;
কখন দিবি ভাইয়া বলে ডাকার সুখ ।

আগলে, সামলে রেখেছি তোকে,
আর কিছু চাই কিনা বল ।
আদরে, সোহাগে মাখিয়ে চাদর,
স্বপ্নে পাল ওড়ায় চল ।

যদি ঐ চোখে তোর জল দেখি আমি বোনটি,
কিছুই লাগেনারে ভালো ।
দুষ্টুমিভরা তোর মুক্ত ঝড়ানো হাসি,
শত আঁধারে-ও আমার আলো ।
তুই করিসনা রে ভয়, আমি আছি ।
তুই করিসনা রে ভয়, আমি আছি ।
আমি আছি ।

আগলে, সামলে রেখেছি তোকে,
আর কিছু চাই কিনা বল ।
আদরে, সোহাগে মাখিয়ে চাদর,
স্বপ্নে পাল ওড়ায় চল ।

প্রতিদিন শুধু ভাবি যদি একলা ছাড়তে হয়,
কিভাবে তুই বাড়ি ফিরবি ।
নিষ্ঠুর এই সমাজ যদি অশুভ হাত বাড়ায়,
বোনটি আমার কাকে বলবি ।
তুই করিসনা রে ভয়, আমি আছি ।
তুই করিসনা রে ভয়, আমি আছি ।
আমি আছি ।

আগলে, সামলে রেখেছি তোকে,
আর কিছু চাই কিনা বল ।
আদরে, সোহাগে মাখিয়ে চাদর,
স্বপ্নে পাল ওড়ায় চল ।

Agley, samley rekhechi toke,
Arr kichu chai kina bol.
Adore, sohage makhiye chador
Swopne pal oray chol.
Tor ghumparani gaaner sheshe
Nispap, maya bhora mukh.
Ami thakbo jegey, tui uthbi
Kokhon dibi bhaiya bole dakar sukh.

Jodi oi chokhe tor jol dekhi ami ami bon ti
Kichui lagena re bhalo.
Dustumi bhora tor mukto jhorano hasi
Shoto andhareo amar aalo.
Tui korisna re bhoy, ami achi.
Tui korisna re bhoy ami achi.
Ami achi.

326404665953066090

TRENDING NOW

326404665953066090