Beporoa Lyrics Shiekh Sadi

Beporoa Lyrics Shiekh Sadi

Song: Beporoa
Singer: Shiekh Sadi
Music: Alvee
Tune & Lyrics: Shiekh Sadi

Shiekh Sadi এর গাওয়া হিট গান: ললনা

Beporoa song is sung by Shiekh Sadi. He wrote the lyrics of this song. Music is composed by Alvee. Beporoa Song Lyrics.

Beporoa Lyrics in Bengali Shiekh Sadi:


এই শহরে আবেগের, জায়গা কেউ দেয় না;
স্বার্থ ছাড়া ভেতর ঘরে, নামটা কেউ লেখে না ।
সময় থাকতে, সময় তুমি রাইখো নিজের হাতে ।
পরের আশায় জুড়াবা, বাঁশ বাগানের ঝোঁপে ।

রেখে দশ বারোটা...
কলিজায় প্রাণ থাকলে, একলা লাগ ।
মুখে শুধু বকবক, কানে কিছু নাই ।
সময় মতো তোর আবার জবান খোলে না ।
আগে পিছু তুই আমার, কত কথা কস
সামনে আসলে কেন তবে হাতটা বাড়াস ।
আমি একটাই চিজ, একখানা জিনিষ
না শুনলে করবি এই র্যাপ টা মিস ।

আমি বড় বেপরোয়া, কারোর ধার ধারি না ।
নিয়ম নীতি সবই আমার, কারোর বাপের খাই না ।
যাচ্ছে সময়, যাক না ।
রুটিন আমার লাগে না ।
যে যা ভাবে ভাবুক,
আমার আসে, যায় না ।

আমি বড় বেপরোয়া...

কন্ডিশনে চলে প্রেম, তার মাঝে লেনদেন ।
লাভ লসের অঙ্ক করে, চলছে ভালোবাসার গেম ।

আমার যা বলার তা, আমি মুখের ওপর বলি
তোর মতো পিঠ পিছে, দিই না গালি ।
আগে পিছু তুমি করো ঘোরাঘুরি ।
কারণটা তুমি না বললেও জানি ।
মতিগতি তোমার সবই জানা ।
দুদিন পর কাম শেষে হইবা অচেনা ।
তুমি কি ভাবো, আমি কিছুই বুঝিনা!!
আসল কথা, আমি পরোয়া করিনা ।

আমি বড় বেপরোয়া, কারোর ধার ধারি না ।
নিয়ম নীতি সবই আমার, কারোর বাপের খাই না ।
যাচ্ছে সময়, যাক না ।
রুটিন আমার লাগে না ।
যে যা ভাবে ভাবুক,
আমার আসে, যায় না ।



বেপরোয়া গানের কথা:


Ei shohore abeger jayga kew deina.
Swartho chara bhetor ghore namta kew lekhe na.
Somoy thakte, somoy tumi raikho nijer haate.
Porer ashay juraba, bansh baganer jhonpe.

Rekhe dosh barota...
Kolijai pran thakle ekla lag.
Mukhe shudhu bokbok, kane kichu nai.
Somoy moto tor abar joban khole na.
Agey pichu tui amar koto kotha kos
Samne asley keno tobe haat ta baras.
Ami ektai cheez, ek khanay jinish
Na shunle korbi ei rap ta miss.

Ami boro beporoa, karor dhar dharina.
Niyom neeti sobi amar, karor baper khay na.
Jachhe somoy jak na,
Routine amar lagey na.
Je ja bhabe bhabuk,
Amar asey jai na.

Ami boro beporoa...
326404665953066090

TRENDING NOW

326404665953066090