Ami Thakbona Lyrics Mahtim Shakib
Song: Ami ThakbonaSinger: Mahtim Shakib
Music: Amzad Hossain
Lyrics: Mahi Flora
Starring: Afran Nishu & Tanjin Tisha
Label: Dhruba Music Station
Ami Thakbona song is sung by Mahtim Shakib. Music is composed by Amzad Hossain.
Ami Thakbona Lyrics in Bengali:
এই পৃথিবীর মায়ায়,
ছুঁয়ে থাকা রোদ্দুর ।
এমন আপন করে
তোমাকে পাবো না ।
দৃষ্টির সীমানায়,
পেরিয়ে বহুদূর ।
জানি আমার আর
ফেরা হবে না ।
কোথাও থাকবো না,
হয়তো জীবন এটাই ।
ফিরে আসবো না,
ঘুড়ি শূণ্য লাটাই ।
কোথাও থাকবো না,
আমি থাকবো না ।
এ কেমন আয়োজন,
জীবন জটিল ধাঁধায় ।
তোমার কান্না মুখ,
বাঁচতে পারেনি আমায় ।
ঝাপসা প্রহর,
কিছু অন্য ভোর ।
ভোর দেখবো না,
হয়তো জীবন এটাই ।
তুমি কেঁদোনা,
ঘুড়ি শূণ্য লাটাই ।
তুমি কেঁদোনা,
আমি থাকবো না ।
তোমাকে পাবোনা,
তুমি না পাওয়া আপন ।
সাগরে মাতাল ঢেউ,
জোছনা যাপন ।
আমি থাকবো না লিরিক্স:
Ei prithibir mayay,
Chunye thaka roddur,
Emon apon kore
Tomake pabo na.
Dristir simanay,
Periye bohudur.
Jani amar arr
Phera hobe na.
Kothao thakbo na,
Hoytoh jibon etai.
Phire asbo na,
Ghuri shunyo latai.
Kothao thakbo na,
Ami thakbo na.