Amar Golpe Tumi Lyrics

Amar Golpe Tumi Lyrics Tahsan

Song: Amar Golpe Tumi
Singer: Tahsan
Music: Sajid Sarker
Lyrics: Mizanur Rahman Aryan
Telefilm: Amar Golpe Tumi

Amar Golpe Tumi song is sung by Tahsan. Music is composed by Sajid Sarker.

Amar Golpe Tumi Lyrics in Bengali:


যেন রোদেলা কোনো দুপুরে,
ছায়া হয়ে দাঁড়াও বন্ধুর মতো ।
আঁধারে দিন ভুলে,
নতুন গল্পে দিলে প্রেরণা শত ।

ও প্রিয়, আমার প্রিয়জন;
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থেকো এমন ।

বন্ধু হও যদি,
তবে সঙ্গী হবো আমি ।
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি ।

যেন এলে ছুঁতে,
এ মনে আছে অনুভূতি যত ।
শেষ রাতের প্রার্থনায়,
তোমায় চেয়ে যাই অবিরত ।

ও প্রিয়, আমার প্রিয়জন
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থাকবো দুজন ।

বন্ধু হও যদি,
তবে সঙ্গী হবো আমি ।
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি ।

যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত ।
নতুন আলো হয়ে দাঁড়িয়ে
দুজন রং ছড়াবো পারি যত ।

ও প্রিয়, আমার প্রিয়জন
শ্রাবণ দিনে, শীতের ভোরে
থাকবো দুজন ।

বন্ধু হও যদি,
তবে সঙ্গী হবো আমি ।
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি ।

Jeno rodela kono dupure,
Chaya hoye darao bondhur moto.
Andhare din bhule,
Notun golpe dile prerona shoto.

O priyo, amar priyojon
Shrabono dine, sheet er bhore
Theko emon.

Bondhu how jodi,
Tobe songi hobo ami.
Haate haat rekhe esho
Amar Golpe Tumi.

Jeno eley chunte,
E mone ache onubhuti joto.
Shesh raat er prarthonay,
Tomay cheye jai obiroto.






326404665953066090

TRENDING NOW

326404665953066090