Projapoti Lyrics Ke Tumi Nandini Movie Sung By Prashmita Paul
Song: Projapoti
Movie: Ke Tumi Nandini
Singer: Prashmita Paul
Music: Amlaan
Lyrics: Prasen
Starring: Bonny Sengupta, Rupsha Mukhopadhyay & Others
Label: SVF MUSIC
Projapoti song is from the movie "Ke Tumi Nandini". This song is sung by Prashmita Paul. Amlaan has composed the music. Lyrics is penned by Prasen.
Projapoti Lyrics in Bengali Ke Tumi Nandini:
হতে পারি তোমাকে একটু দেখেছি ।
হতে পারি তোমাকে অল্প চিনেছি ।
বলতে পারো দিনেরা ফুলেরই কাছে ।
বলতে পারো রাতেরা চাঁদেরই কাছে ।
সব খেলাধূলো, নিয়েই তো
তোমারই হয়েছি ।
মন মাঝপথে, নিজেকে থামিয়ে ফেলেছি ।
প্রজাপতি উড়ে গেলে,
আমিও তাই উড়ে যাই ।
কান্নাকাটি ভুলে গিয়ে,
আমিও তোমায় পেতে চাই ।
আঁকে বাঁকে পড়ে থাকে
আনকোরা এই মন ।
বাঁকে বাঁকে ঘোরে ফেরে
বেচারা এই একলা জীবন ।
উঁকিঝুঁকি করে থাকি
তাইতো আজকাল ।
কথা তোমার ভেবে ভেবে
কেটে গেছে কত না সকাল ।
সব খেলাধূলো, নিয়েই তো
তোমারই হয়েছি ।
মন মাঝপথে, নিজেকে থামিয়ে ফেলেছি ।
প্রজাপতি উড়ে গেলে,
আমিও তাই উড়ে যাই ।
কান্নাকাটি ভুলে গিয়ে,
আমিও তোমায় পেতে চাই ।
প্রজাপতি গানের কথা কে তুমি নন্দিনী:
Hotey pari tomake ektu dekhechi
Hotey pari tomake olpo chinechi
Bolte paro dinera phool er e kachhe
Boltey paro raatera chander-e kachhe
Sob kheladhulo niyei toh
Tomari hoyechi.
Mon majhpothe, nijeke thamiye phelechi.
Projapoti urey geley
Amio tai urey jai.
Kannakati bhule giye
Amio tomay petey chai.
Anke banke porey thake
Ankora ei mon.
Banke banke ghore phere
Bechara ei ekla jibon.
Unki jhunki kore thaki
Taitoh aaj kaal.
Kotha tomar bhebe bhebe
Ketey gechey kotona sokal.